Trial Run

ত্রিশালে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৪

এনামুল হক : বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা বালিপাড়া রোড শিমুলতলী এলাকায় ২টি ট্রাক মুখা মুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে,এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে এবং ৪ জন আহত হয়েছে । নিহত আজমহল( ৩৫) জামালপুর জেলার বাসিন্দা, তিনি ট্রাকের হেলপার ছিলেন।

আহত ৪ জন ময়মনসিংহের নান্দাইল উপজেলার শাহিন মিয়া, শাহাবুদ্দিন, রহিমা ও শিশু সাদিয়া আক্তার। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ত্রিশাল থানার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিম সারোয়ারের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত আজমলসহ আহত ৪জনকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার জন্য পাঠানো হয়েছে।

সংবাদদাতা প্রেরিত

ছড়িয়ে দিনঃ
 • 2
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  2
  Shares