ভারতের উত্তরপ্রদেশে করোনাভাইরাসের টিকা দিতে গিয়ে নাস্তানাবুদ হলেন স্বাস্থ্যকর্মীরা। টিকা দেওয়ার জন্য গ্রামবাসীদের সঙ্গে রীতিমতো ধরাধরি করতে হল তাদের। তাতেও মাত্র ১৪ জনকে টিকা দিতে পারলেন তারা। এমনকি টিকার হাত থেকে বাঁচতে সরযূ নদীতে ঝাঁপ দেন প্রায় ২০০ মানুষ।
রাজ্যের রামনগর মহকুমার অন্তর্গত সিসৌরা গ্রামে গত শনিবার এ ঘটনা ঘটে। ওইদিন গ্রামবাসীকে টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের একটি দল সেখানে পৌঁছায়। কিন্তু তাদেরকে ঢুকতে দেখে গোটা গ্রামে হুলস্থুল পড়ে যায়। ছোটাছুটি শুরু হয় অনেকের। পরিস্থিতি বেগতিক দেখে এগিয়ে আসেন রামনগর মহকুমার প্রধান প্রশাসনিক কর্মকর্তা রাজীবকুমার শুক্লা। তিনি গ্রামবাসীকে টিকার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। কিন্তু দৃশ্যপটে তার আগমনের পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে শুরু করে।
মহকুমা শাসক টিকা নেওয়ার আহ্বান জানালে তাতে হিতে বিপরীত হয়। টিকা থেকে বাঁচতে সেখানকার সরযূ নামে এক নদীতে ঝাঁপ দেন ওই গ্রামের অন্তত ২০০ মানুষ। টিকা দিতে গ্রামের বাসিন্দাদের পিছে পিছে ঘোরেন স্বাস্থ্যকর্মীরা। তারপরও মাত্র ১৪ জনকে টিকা দিতে সক্ষম হন তারা।
স্থানীয় সূত্রে খবর, করোনার টিকা নিয়ে নানা গুজব ছড়িয়েছে মানুষের মধ্যে। তাতেই ভয় পেয়েছেন সকলে। প্রশাসনের পক্ষ থেকে ওই গ্রামবাসীর সঙ্গে কথা বলার চেষ্টা চলছে।
ভারতে করোনায় মৃত্যু ৩ লাখ ছাড়াল
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে এ মহামারিতে মৃত্যু সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন আরও চার হাজার ৪৫৫ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে তিন লাখ তিন হাজার ৭৫১ জনের।
ভারতে গত কয়েক দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। রোববার দৈনিক আক্রান্ত নেমেছিল দুই লাখ ২২ হাজারে। গত কয়েক দিনে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা চার হাজারের ওপরেই ছিল।
স্থানীয় গণমাধ্যম বলছে, আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রকৃত পক্ষে আরও অনেক বেশি। সরকার চাপের মুখে এ সংখ্যা কমিয়ে বলছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়। গত এক মাসেরও কম সময়ে দেশটিতে এক লাখেরও বেশি মানুষ করোনায় মারা গেছেন।
এসডব্লিউ/এমএন/ এফএ/২০১৯
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ