মোসারাত জাহান (মুনিয়া) কে আত্মহত্যায় প্ররোচনা মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের স্ত্রী, পরিবারের সদস্য ও গৃহকর্মীসহ মোট আট জন আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় একটি ভাড়া করা বিমানে চড়ে দেশ ছেড়েছেন। এটির গন্তব্য দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর বলে জানা গেছে।
আজ রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, গোয়েন্দা পুলিশ ও অভিবাসন পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে স্টেটওয়াচকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, ভাড়ায় করা বিমানটি আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। যেখানে সায়েম সোবহানের আনভীরের পরিবারের আট সদস্য বৈধ কাগজপত্র নিয়েই দেশের বাইরে গেছেন। তবে তাদের সাথে সায়েম সোবহান আনভীর ছিলেন না বলে সূত্রটি নিশ্চিত করেছে।
সূত্রমতে, বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান স্কু সলিউশন লিমিটেড পরিচালিত বেসরকারি জেট বিমানটি রাত ৮টা ৫৬ মিনিটে ঢাকা বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
ওই ফ্লাইটে ছিলেন, সাবরিনা সোবহান, আহমেদ ওয়ালিদ সোবহান, আরিশা আফরোজ সোবহান, ঈয়াশা সোবহান, রানিয়া আফরোজ সোবহান, ডিয়ানা হেরনানদেজ কাকানানদো, মোহাম্মদ কাদের মীর এবং হোসনেআরা খাতুন। এই আট জনের মধ্যে ডিয়ানা হেরনানদেজ কাকানানদো, মোহাম্মদ কাদের মীর এবং হোসনেআরা খাতুন তাদের পরিবারের গৃহকর্মী বলে জানা গেছে।
সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, তারা একটি বিশেষ বিমানের অনুমতি নিয়েছেন। বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ছাড়পত্র পাওয়ার পর ভাড়া করা বিমানটি ছেড়ে যায়। মঙ্গলবার থেকে তারা বিশেষ ফ্লাইটের অনুমতি চাইছিলেন বলে তিনি জানান।
যদিও আনভীর দেশ ছেড়েছেন এমন প্রচার আছে প্রথমদিন থেকেই। তারপরও গত ২৬ এপ্রিল মামলা হওয়ার পর ২৭ এপ্রিল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। আনভীর গোপনে দেশ ছেড়ে এমন অভিযোগ পুলিশ অস্বীকার করলেও তাঁকে আটকের কোন ধরনের তৎপরতা পুলিশের মধ্যে পরিলক্ষিত হয়নি।
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ