রাজশাহীর বাগমারা উপজেলার দিপঙ্কর সাহা হত্যা মামলায় ১৭ জনকে খালাস দিয়েছেন আদালত।বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালত ১-এর বিচারক ইসমত আরা এ রায় দেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২৯ এপ্রিল তৎকালীন জেএমবি নেতা বাংলাভাইয়ের নেতৃত্বে তাদের হামিরকুৎসা ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে দিপঙ্কর সাহাকে নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনায় দিপঙ্করের বাবা দিজেন্দ্রনাথ সাহা বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যামামলা করেন। এ মামলায় ১৮ জনকে আসামি করা হয়।
১৬ বছর পর মামলার রায়। মোট ১৮ আসামীর মধ্যে বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর অন্য মামলায়, ৪ জনের স্বাভাবিক মৃত্যু, ১৩ আসামী বেকসুর খালাস, মূলত শাস্তি পাননি কেউ।
এর মধ্যে বাংলাভাইয়ের অন্য মামলায় আগে ফাঁসির রায় কার্যকর হয়।
অপর ১৭ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। দীর্ঘদিন পরিচালিত এ মামলায় সাক্ষীরা আসামি শনাক্ত করতে না পারায় তাদের বেকসুর খালাস দেন আদালত। এ মামলায় ৩৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
সোর্স : যুগান্তর, পৃষ্ঠা ১২ / ২৯ অক্টোবর ২০২০
আপনার মতামত জানানঃ