বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে বলেছেন, ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না চাওয়ার আগ পর্যন্ত যতদিন ভারতে থাকবেন অবশ্যই তাকে সেখানে চুপ থাকতে হবে। বুধবার ভারতীয় সংবাদ সংস্থা ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ড. ইউনূস।
সেখানে তিনি বলেছেন, হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে, নইলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি (হাসিনা) যে ধরণের নৃশংসতা করেছেন তা বিচারের মাধ্যমে সমাধান করা উচিত। সাক্ষাৎকারে ড. ইউনূস ভারতে থেকে হাসিনার রাজনৈতিক মন্তব্যের সমালোচনা করেছেন এবং সেখান থেকে হাসিনার এমন আচরণকে ‘অবন্ধুসুলভ আচরণ’ বলে মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তবে তাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত দিল্লি যদি হাসিনাকে নিজের দেশে রাখে তাহলে অবশ্যই হাসিনাকে সেখানে চুপ থাকতে হবে।
ভারতীয় ওই সংবাদ সংস্থার সাথে অন্তর্বর্তী সরকারের ঢাকাস্থ বাসভবনে গত রোববার কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস, যা বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
ড. ইউনূস সেখানে জোর দিয়েছিলেন যদি ভারত বাংলাদেশের সাথে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয় তাহলে নয়াদিল্লিকে অবশ্যই আগের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। বিশেষ করে হাসিনা দেশ ছাড়ার পর থেকে ভারত যেভাবে সবাইকে ইসলামপন্থী হিসেবে আখ্যায়িত করছে দিল্লিকে তা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস। তিনি বলেছেন, ভারতে হাসিনার অবস্থান নিয়ে কেউই স্বস্তিতে নেই।
বিচারের জন্য তাকে আমরা ফিরিয়ে আনতে চাই। তিনি ভরতে আছেন এবং মাঝে-মধ্যেই কথা বলছেন। এটি সমস্যাজনক। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা তা ভুলে যেতাম। তিনি নিজের জগত নিয়ে থাকলে মানুষ তা ভুলে যেত। কিন্তু তিনি ভারতে বসে কথা বলে যাচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন। এটা কেউই পছন্দ করছে না। উল্লেখ্য, এসব মন্তব্যের মাধ্যমে ড. ইউনূস শেখ হাসিনার গত মাসের একটি বক্তব্যকে ইঙ্গিত করেছেন।
আপনার মতামত জানানঃ