চট্টগ্রাম ১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের শেষ পর্যায়ে এসে আজ রোববার তাঁর প্রার্থিতা বাতিল করা হয়।
ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, ওই প্রার্থী এর আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন। আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এই কারণে তাঁর প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
প্রসঙ্গত, নিজের অনুসারীকে আটক করায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদকে ধমকান। আজ রোববার দুপুর ১২টায় বাঁশখালী থানায় ওসির কার্যালয়ে এই ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই ঘটনা স্বীকার করেছেন। তিনি বলেন, বর্তমান সংসদ সদস্য ও প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী থানায় এসে ওসিকে ধমকান। নিজের অনুসারী এক কাউন্সিলরকে আটক করায় সংসদ সদস্য থানায় এসে এ ঘটনা করেন।
নিজের অনুসারীকে আটক করায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদকে ধমকালেন। আজ রোববার দুপুর ১২টায় বাঁশখালী থানায় ওসির কার্যালয়ে এই ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই ঘটনা স্বীকার করেছেন। তিনি বলেন, বর্তমান সংসদ সদস্য ও প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী থানায় এসে ওসিকে ধমকান। নিজের অনুসারী এক কাউন্সিলরকে আটক করায় সংসদ সদস্য থানায় এসে এ ঘটনা করেন।
এর আগে ভোট গ্রহণ প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে আবদুল গফুর নামের এক কাউন্সিলরকে আটক করে পুলিশ। তিনি নৌকা প্রতীকের সমর্থক। আজ বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ জলদী আসকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাঁকে আটক করা হয়। আবদুল গফুর বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
ওসি তোফায়েল আহমেদ বলেন, কাউন্সিলর আবদুল গফুর ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। তিনি পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এসব অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।
এই বিষয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, পৌরসভার এক কাউন্সিলরকে ধরে নিয়ে থানায় বসিয়ে রেখেছে পুলিশ। এই খবর পেয়ে সংসদ সদস্য থানায় যান। তিনি ওসির কাছে কাউন্সিলরকে কেন আটক করে রাখা হয়েছে, তা জানতে চান। এ সময় ওসি বিষয়টি কাউন্সিলরের কাছ থেকে জানতে বলেন। এ নিয়ে একটু কথা–কাটাকাটি হয়।
আপনার মতামত জানানঃ