বানান ভুল করার দলিত সম্প্রদায়ের এক ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে তল্লাশিতে নেমেছে ভারতের পুলিশ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেকাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
নিহতের বাবা পুলিশি অভিযোগে জানান, চলতি মাসের শুরুর দিকে এক পরীক্ষায় তার ছেলে নিখিল সোশ্যাল (ইংরেজিতে) বানান ভুল করে। এ জন্য অভিযুক্ত শিক্ষক তার ছেলেকে জ্ঞান না হারানো পর্যন্ত রড দিয়ে পেটাতে থাকে ও লাথি মারে।
এরপর ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় মধ্য প্রদেশের এক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সে মারা যায়। এই খবর শুনে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক।
পুলিশ কর্মকর্তা মহেন্দ্র প্রতাপ সিং বার্তা সংস্থা এএফপিকে বলেন, অভিযুক্ত শিক্ষক পালিয়ে আছে কিন্তু আমরা তাকে শিগগিরই গ্রেপ্তার করবো।
দিল্লি থেকে আল-জাজিরার সাংবাদিক পাভনি মিতাল বলেন, এই ঘটনায় ঘটনাস্থল অরাইয়া জেলাতে বিক্ষোভ শুরু হয়েছে। ওই ছাত্রের দাফন সম্পন্ন হওয়ার আগে তারা অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তারের দাবি জানান।
তিনি আরও জানান, পরিবারের লোকজন জানিয়েছে কয়েক সপ্তাহ আগে বানান ভুল করার জন্য নিখিলকে ওই শিক্ষক বেধড়ক পিটিয়েছে।
মূলত ভারত জুড়েই অনগ্রসর জাতি ও সংখ্যালঘুদের উপর বাড়ছে অত্যাচার ও উৎপীড়নের ঘটনা বেড়েছে। কোনো বিরোধী দল বা এনজিও নয়, এই দাবি স্বয়ং ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের।
এনএইচআরসি প্রকাশিত সরকারি রিপোর্ট বলছে, ভারতে দলিত-অনগ্রসর ও সংখ্যালঘু জাতির ওপর অত্যাচারের ঘটনা আগের থেকে অনেক বেড়ে গেছে। জাতি বিদ্বেষমূলক অপরাধের ক্রমবর্ধমান সংখ্যা উদ্বেগের। সরকারি রিপোর্টে এমন তথ্য সামনে আসায় কেন্দ্র সরকারের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
বিজেপি সরকারের শাসনকালে হেটক্রাইম-এর ক্রমবর্ধমান নিয়ে বরাবরই সরব বিরোধীরা। এরপর খোদ সরকারেরই এক দফতরের প্রকাশিত রিপোর্টের তথ্যে সেই দাবিতেই পড়ল সিলমোহর। জাতিবিদ্বেষমূলক অপরাধের ঘটনায় শীর্ষে যোগীরাজ্য।
দলিতদের ওপর নির্যাতনের একটি রেকর্ড ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তরফে প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে ভারতে মধ্যপ্রদেশ ও রাজস্থানে দলিতদের ওপর নির্যাতনের হার অনেকটাই বেড়ে গিয়েছে। উত্তরপ্রদেশে দলতিদের ওপর নির্যাতনের নথিভুক্ত অভিযোগের সংখ্যা সব থেকে বেশি। প্রতি প্রতি এক লক্ষ দলিতের মধ্যে নির্যাতনের হারের দিক থেকে সব থেকে এগিয়ে মধ্যপ্রদেশ ও রাজস্থান।
কয়েক বছরের রেকর্ড অনুসারে আগের থেকে এই দুই রাজ্যে দলিতদের ওপর অত্যাচার আগের থেকে বাড়তে শুরু করেছে। ২০২১ সালে রেকর্ডে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। মূলত তফসিলি জাতি বা উপজাতিদের ওপর হওয়া নির্যাতনের যে মামলাগুলো নথিভুক্ত করা হয়েছে। তার ওপর ভিত্তি করে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, সারা ভারতের মধ্যে মধ্যপ্রদেশ ও রাজস্থানে দলিতদের নির্যাতনের হার সব থেকে বেশি।
এনসিআরবি-এর রিপোর্টে দেখা গিয়েছে, ২০২১ সালে প্রতি ঘণ্টায় ভারতে দলিতদের বিরুদ্ধে ছয়টি অপরাধ নথিভুক্ত হয়েছে। ২০২০ সালের রিপোর্ট অনুযায়ী দলিতদের বিরুদ্ধে ৫০,২৯১টি মামলা নথিভুক্ত হয়েছিল। ২০২১ সালে যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,৯০০। রিপোর্টে দেখা গিয়েছে। উত্তরপ্রদেশে দলিতদের বিরুদ্ধে সর্বাধিক ১৩,১৪৬টি মামলা নথিভুক্ত করা হয়েছে। ২০২১ সালে দলিতদের বিরুদ্ধে যতগুলো মামলা নথিভুক্ত করা হয়েছে, তার এক চতুর্থাংশ শুধু উত্তরপ্রদেশ থেকেই। এরপরেই রয়েছে রাজস্থান। এখানে ৭,৫২৪টি ও মধ্যপ্রদেশে ৭,২১৪টি দলিতদের বিরুদ্ধে অপরাধের মামলা নথিভুক্ত করা হয়েছে। বিহারে এই সংখ্যা ৫,৮৪২। আগের থেকে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে দলিত বিরুদ্ধে অপরাধের হার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, বিহারে দলিতদের বিরুদ্ধে অপরাধের হার খানিকটা কমেছে।
এসডব্লিউ/এসএস/১৭৩৪
আপনার মতামত জানানঃ