এবি অরাইজি নামে একটি নক্ষত্রের চারপাশে ঘুরছে এমন একটি গ্রহের জন্ম হচ্ছে বলে প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা৷ হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে ভরা এই গ্রহটির নাম এবি অরাইজি বি৷ বিজ্ঞানীরা বলছেন, গ্রহ তৈরির সাধারণ যে প্রক্রিয়া তারচেয়ে ভিন্ন প্রক্রিয়ায় এবি অরাইজি বি গ্রহের জন্ম হচ্ছে।
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরির কাছে স্থাপিত সুবারু টেলিস্কোপ ও অর্বিট করতে থাকা হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে এই গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা৷ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিজ্ঞানীরা বলছেন, এবি অরাইজি নক্ষত্রের চেয়ে এবি অরাইজি বি গ্রহের অবস্থান অনেক দূরে৷ সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুন সূর্যের চেয়ে যত দূরে অবস্থিত, এবি অরাইজি বি গ্রহ এবি অরাইজি নক্ষত্র থেকে তার চেয়ে প্রায় তিনগুণ বেশি দূরে অবস্থিত৷
তবে এই গ্রহ এখনও জন্মের একেবারে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ‘গর্ভে’ আছে বলে রয়টার্সকে জানিয়েছেন সুবারু টেলিস্কোপের অ্যাস্ট্রোফিজিসিস্ট থেইন কুরি৷
তিনি নাসার এইমস রিসার্চ সেন্টারেও কাজ করেন৷ নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে নতুন গ্রহের সন্ধান নিয়ে প্রকাশিত প্রবন্ধের প্রধান লেখক হচ্ছেন থেইন কুরি৷
সৌরজগতে গ্যাসে ভরা দুটি গ্রহ রয়েছে বৃহস্পতি ও শনি৷ আর পৃথিবী ও মঙ্গলগ্রহ পাথুরে গ্রহ হিসেবে পরিচিত৷ সৌরজগতের বাইরে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার গ্রহ আবিষ্কৃত হয়েছে৷
এর মধ্যে এবি অরাইজি বি সবচেয়ে বড়গুলোর মধ্যে একটি৷ এখনই এই গ্রহের ভর বৃহস্পতির চেয়ে ৯ গুন বেশি বলে মহাকাশবিদরা জানাচ্ছেন৷ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, যেটার ভর পৃথিবীর চেয়ে প্রায় ৩২০ গুন বেশি৷
এবি অরাইজি নক্ষত্র সূর্যের চেয়ে প্রায় ২.৪ গুণ বেশি ভারি৷ এবং ৬০ গুণ বেশি উজ্জ্বল৷ তবে এবি অরাইজির বয়স মাত্র ২০ লাখ বছর৷ আর সূর্যের জন্ম সাড়ে ৪০০ কোটি বছর আগে৷
১৯৭৭ সালের ২০ আগস্ট ভয়েজার ২ মহাকাশযানকে মহাকাশে পাঠায় নাসা। সেটির যাত্রা এখনো চলছে৷ সেবছরেরই পাঁচ সেপ্টেম্বর ভয়েজার ১ একইভাবে মহাকাশে যাত্রা করে। এই দুই মহাকাশযানের প্রাথমিক লক্ষ্য ছিল বৃহস্পতি এবং শনিগ্রহণ সম্পর্কে যতটা সম্ভব্য তথ্য সংগ্রহ করা। তাদের যাত্রার শুরুর সময় অবধি গ্রহ দু’টো সম্পর্কে তেমন একটা জানা যায়নি। মহাকাশযান দু’টোতে দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগী প্লুটোনিয়াম ব্যাটারি রয়েছে।
২০২১ সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্স মুভি ‘ডোন্ট লুক আপ’-এ এবি অরাইজি নক্ষত্রের ছবি দেখানো হয়েছিল। সে কারণে অনেকের কাছে এটি কিছুটা পরিচিত। পৃথিবী থেকে এই নক্ষত্রের দূরত্ব সাড়ে নয় ট্রিলিয়ন কিলোমিটার।
সৌরজগতের বাইরে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার গ্রহ আবিষ্কৃত হয়েছে৷এগুলোর মধ্যে এবি অরাইজি বি সবচেয়ে বড়। এখনই এই গ্রহের ভর বৃহস্পতির চেয়ে নয়গুন বেশি বলে মহাকাশবিদরা জানাচ্ছেন। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, যেটার ভর পৃথিবীর চেয়ে প্রায় ৩২০ গুন বেশি।
এর আগে ২০১৮ সালে আরও একটি গ্রহের জন্মের কথা জানা যায়। গ্রহটির নাম দেয়া হয়েছিল পিডিএস ৭০বি। চিলিতে অবস্থিত ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির বিশাল টেলিস্কোপ ব্যবহার করে আন্তর্জাতিক জ্যোতির্বিদদের ওই দলটি এ গ্রহের সন্ধান পায়।
যতদূর জানা যায়, এ গ্রহের ওপরের পৃষ্ঠের তাপমাত্রা বর্তমানে ১ হাজার ৮৩২ ডিগ্রি ফারেনহাইট। এর ভর আমাদের সৌর জগতের বৃহস্পতির কয়েকগুণ হবে। এটি এর নক্ষত্র থেকে ১৮ লাখ ৬৪ হাজার ১১৩ মাইল দূরে। আমাদের ইউরেনাস থেকে সূর্যের দূরত্বও প্রায় একই।
এসডব্লিউ/এসএস/১৪৫০
আপনার মতামত জানানঃ