ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে ইয়ামিনা পার্টির একজন আইনপ্রণেতা পদত্যাগ করায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার। আজ বুধবার জোট ছাড়ার ঘোষণা দেন দলটির আইনপ্রণেতা ইদিত সিলমান।
আজ বুধবার ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বেনেটের ডানপন্থি ইয়ামিনা দলের সংসদ সদস্য ইদিত সিলমানের পদত্যাগের ফলে সরকার গঠনের মাত্র ১০ মাসের মাথায় তা পতনের মুখে পড়েছে।
এতে আরও বলা হয়, এই মুহূর্তে নেসেটে সরকার ও বিরোধীদলের সদস্য সংখ্যা সমান সমান। জোটের আরেকজন সদস্য পদত্যাগ করলেই সরকারের পতন হবে এবং দেশটিকে আবার নির্বাচনে যেতে হবে।
প্রকৃত অর্থেই ক্ষমতায় আসার মাত্র দশ মাসের মাথায়ই দেশটির সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নাফতালি বেনেটের নেতৃত্বাধীন সরকার৷ এর ফলে পার্লামেন্টে জোটের সদস্য সংখ্যা কমে বিরোধীদের সমান ৬০ জনে দাঁড়িয়েছে৷ এই ঘটনার কারনে ক্ষমতায় আসার এক বছরে মাথায়ই বেনেট সরকারের পতন ঘটতে পারে৷
এক বিবৃতিতে সিলমান বলেছেন, আমি ঐক্য ধরে রাখতে অনেক কিছু করেছি। জোটের জন্য অনেক কাজ করেছি। কিন্তু দুঃখজনক যে, আমি ইসরায়েলের ইহুদি সত্তার ক্ষতির অংশ হয়ে থাকতে পারি না।
ইসরায়েলে পাসওভার উৎসব উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী নিতজান হরোভিতজ হাসপাতালগুলোতে খামিযুক্ত রুটি সরবরাহের নির্দেশ দেন। সরকারি প্রতিষ্ঠানে এ রুটি সরবরাহে আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ওই নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
ইহুদি রীতিতে এ রুটি সরকারি প্রতিষ্ঠানে সরবরাহের অনুমতি ছিল না। গত সোমবার মন্ত্রীর ওই নির্দেশের তীব্র সমালোচনা করেন সিলমান।
এরপরই জোট সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে সিলমান বলেন, ‘জোট সরকারের সদস্যপদ থেকে আমি নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। তবে আমি আমার ঘরে ফিরতে আমার বন্ধুদের সঙ্গে আলোচনা চালিয়ে যাব।’
তার সিদ্ধান্তকে এরইমধ্যে স্বাগত জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা বেনইয়ামিন নেতানিয়াহু৷ এক ভিডিও বার্তায় তিনি সিলমানকে তার দলে যোগ দেয়ার আহ্বান জানান৷ তবে আবারও সরকার গঠন করতে হলে নেতানিয়াহুকে নেসেটের অন্তত ৬১ জন সদস্যের সমর্থন লাগবে, যা এই মুহূর্তে তার দলের নেই৷
সিলমানের পদত্যাগ নিয়ে এখনও মুখ খোলেননি প্রধানমন্ত্রী বেনেট৷ বর্তমানে ১২০ আসনের পার্লামেন্টে তার দলের সদস্য সংখ্যা মাত্র পাঁচটি৷
দীর্ঘ রাজনৈতিক সংকটের পর গত জুনে ডান এবং বামপন্থি মিলিয়ে মোট আটটি রাজনৈতিক দলকে এক করে বেনেট সরকার ক্ষমতায় আসে৷ প্রথমবারের মতো জোট সরকারে দেশটির একটি আরব দলও অংশ নেয়৷
সিলমানের পদত্যাগের কারণে ইসরায়েলকে মাত্র তিন বছরের মধ্যে পঞ্চম নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না৷
এর আগে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরায়েলকে পর পর ৩ বার নির্বাচনে যেতে হয়েছিল। অবশেষে তৎকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুবিরোধী ডান-বাম ও মধ্যপন্থিদের জোট ১২০ সদস্যের মধ্যে ৬১ জনের সমর্থন নিয়ে সরকার গড়ে।
এসডব্লিউ/এসএস/২১৩০
আপনার মতামত জানানঃ