সম্প্রতি বাংলাদেশের সরকার বিদ্যুৎ খাতে বড় ধরণের সাফল্য দাবি করছে। সরকারের হিসাব মতে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৫ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। সরকার বলছে, দেশের শতভাগ এলাকা এখন বিদ্যুৎ নেটওয়ার্কের আওতায় এবং চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা এখন রয়েছে।
কিন্তু এই দাবির পাশাপাশি গত ২৩ শে মার্চ পাঁচটি বেসরকারি ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে। ব্যাপক ব্যয়বহুল এসব ভাড়া-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বাংলাদেশে অনেক বিতর্ক আছে। চাহিদার তুলনায় যদি বেশি বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকেই, তাহলে ভাড়া-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজন কতটা আছে, সে প্রশ্ন অনেকে করছেন। যখন বিদ্যুতের মূল্যবৃদ্ধির এটি অন্যতম কারণ।
অযথা ব্যয়
সরকারি হিসেবে অনুযায়ী বাংলাদেশে এখন বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আছে ২৫ হাজার ৫০০ মেগাওয়াটের বেশি। চাহিদা না থাকায় সরকার অর্ধেকের বেশি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ নিতে পারছে না। এজন্য বিদ্যুৎ উৎপাদনে খরচও বাড়ছে।
যদিও নতুন করে যে পাঁচটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানোর অনুমোদন দেয়া হয়েছে তাদের কোন ক্যাপাসিটি চার্জ দেবে না সরকার। শুধু বিদ্যুৎ কিনলেই টাকা দেয়া হবে।
তবে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব-এর জ্বালানী উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলছেন, ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিলে বিদ্যুৎ উৎপাদনের খরচও কমে আসতো এবং মানুষের উপর চাপ কমতো।
তিনি বলেন, বিদ্যুতের উৎপাদন ব্যয় এখন ইউনিট প্রতি আট টাকা ছাড়িয়ে গেছে। ভাড়া-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রেখে দিয়ে আপনি হাজার-হাজার কোটি টাকা ভাড়ার মাশুল গুনছেন। এগুলোর যদি মেয়াদ বৃদ্ধি না হতো তাহলে সে পরিমাণ টাকা সাশ্রয় হতো। এসব বিদ্যুৎ কেন্দ্র এখন বন্ধ করে দেওয়ার পক্ষে তিনি।
অথচ দেশে উদ্বৃত্ত বিদ্যুৎ থাকা স্বত্ত্বেও সরকার বেসরকারিখাতে ৫টি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ ২ বছর বাড়িয়েছে। এই দুই বছরে বিদ্যুৎ কিনতে সরকারকে খরচ করতে হবে ৫ হাজার ২০৬ কোটি টাকা। ৫ বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে প্রভাবশালী সামিট ও ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রও রয়েছে।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের খন্দকার গোলাম মোয়াজ্জেম একটি লেখায় উল্লেখ করেছন গত এক দশকে শুধু কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বাবদ সরকারের খরচ হয়েছে ৭০ হাজার কোটি টাকা।
সরকার একদিকে বলছে চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা আছে। আবার অন্যদিকে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর মেয়াদ বাড়ানোর অনুমোদনও দেয়া হয়েছে।
এসব বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজন কতটা আছে? এ প্রশ্নে জ্বালানী বিষয়ক সাময়িকী এনার্জি এন্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় তরল জ্বালানী-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গুলোর উপর নির্ভরতা বাড়ছে।
চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বেশি থাকলেও গ্রীষ্মকাল আসার আগেই গ্রামাঞ্চল ও জেলা শহরগুলোতে লোডশেডিং-এর মাত্র বাড়ছে। এই বিপরীত চিত্র কেন সেটি নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে।
এ নিয়ে কর্মকর্তারা বলছেন, বিভিন্ন জায়গায় লোডশেডিং এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের খরচ কমানো একটি কৌশল। এছাড়া সঞ্চালন ব্যবস্থায় কিছু ত্রুটিও আছে।
দায়ী সরকারের অদক্ষতা
পর্যবেক্ষকরা বলছেন, বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকলেই শুধু হবে না, এর জন্য জ্বালানী কোথা থেকে আসবে সেটিও চিন্তা করতে হবে। দেশের ভেতরে জ্বালানী সংস্থান করতে না পারলে শতভাগ বিদ্যুতায়নের সুফল পাওয়া মুশকিল হবে।
মোল্লা আমজাদ হোসেন বলেন, বিশ্ববাজারে তেল-গ্যাসের দাম যত বাড়বে, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের উপর তার নেতিবাচক প্রভাব পড়বে। নতুন তেল-গ্যাস অনুসন্ধানে সরকারকে বিপুল বিনিয়োগ করতে হবে। সেটি না হলে বিদ্যুৎ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা যাবে না।
বিদ্যুৎ বিভাগ বলছে, তারা একদিকে বিদ্যুৎ উৎপাদনের দিকে যেমন মনোযোগ দিচ্ছে, অন্যদিকে বিদ্যুতের দাম সহনীয় রাখার বিষয়টিও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন এক সংবাদ সম্মেলনে বলেন, সারা বিশ্বে তেল ও গ্যাসের দামের যে ঊর্ধ্বগতি, সেটিকে মাথায় নিয়ে সামনে এগুনো দুরূহ বিষয়।
কর্মকর্তারা বলছেন, তাদের প্রথম টার্গেট ছিল বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা বাড়ানো। প্রয়োজনের চেয়ে বিদ্যুৎ কেন্দ্র বেশি হয়েছে একথা মানতে রাজী নন তারা। তারা বলছেন, সংকট মোকাবেলার জন্য সম্ভাব্য সব ধরণের ব্যবস্থার কথা চিন্তা করেই এসব পদক্ষেপ নেয়া হয়েছে।
গোড়ায় গলদ
বাংলাদেশে চাহিদার চেয়ে বিদ্যুৎকেন্দ্র বেশি স্থাপন করা হয়েছে। সে কারণে মোট বিদ্যুৎকেন্দ্রের মাত্র ৪৩ শতাংশ ব্যবহার করা হয়, বাকি ৫৭ শতাংশ বিদ্যুৎকেন্দ্র অলস বসিয়ে রেখে কেন্দ্র ভাড়া দেওয়া হয়। এ কারণে বাংলাদেশে বিদ্যুতে ভর্তুকির পরিমাণ বাড়ছে।
প্রসঙ্গত, যখন কোনো কেন্দ্র থেকে সরকার বিদ্যুৎ নেয় না তখন এনার্জি ও বিদ্যুতের দাম দেওয়া বন্ধ থাকে কিন্তু ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্রভাড়া ও রক্ষণাবেক্ষণের অর্থ ঠিকই পরিশোধ করতে হয়।
একটি ১০০ মেগাওয়াটের কেন্দ্রকে বছরে শুধু কেন্দ্র ভাড়াই দিতে হয় প্রায় ৯০ কোটি টাকা। সে কারণে বিদ্যুতের প্রয়োজন না থাকলে কেন্দ্র অলস বসে থাকলে বিপুল পরিমাণ অর্থ সরকারের লোকসান হয়।
আইইইএফএ’র প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ২০১০ সালে একটি বিদ্যুতের মহাপরিকল্পনা করে। এটি ২০১৬ সালে ফের এটি সংশোধন করে।
বিদ্যুতের মহাপরিকল্পনা অনুসারে নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ অব্যাহত থাকলে ২০২৯-৩০ সাল নাগাদ বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে প্রকৃত চাহিদার চেয়ে ৫৮ শতাংশ বেশি। অলস পড়ে থাকা বিদ্যুৎকেন্দ্রের কেন্দ্রের বিপুল পরিমাণ কেন্দ্রভাড়া গুনতে হবে।
বিশ্বের বিভিন্নদেশে প্রয়োজনের তুলনায় বাড়িত বিদ্যুৎ বড় উদ্বেগ তৈরি করেছে। এ কারণে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎপ্রকল্প বাতিলের নজির তৈরি হচ্ছে। সম্প্রতি চীনা বিনিয়োগে মিশরে ৬ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক একটি বিদ্যুৎপ্রকল্প অনির্দিষ্টকালের জন্যস্থগিত করেছে দেশটি।
গবেষণার প্রধান বিশ্লেষক সাইমন নিকোলাস বলেন, অর্থনীতিতে কোভিড-১৯ মহামারীর প্রভাব আমলে নিয়ে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির যে পূর্বাভাস আমরা করেছি, সে অনুসারে হিসাব করে দেখা যাচ্ছে, ২০৩০ সালে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রয়োজনের তুলনায় ৫৮ শতাংশ বেশি থাকবে।
এসডব্লিউ/এসএস/১৮০০
আপনার মতামত জানানঃ