কাতার বিশ্বকাপ আয়োজক কমিটিতে কাজ করার সময় মেক্সিকান এক মুসলিম নারী অর্থনীতিবিদ ও নৃবিজ্ঞানী যৌন নিপীড়নের শিকার হন বলে অভিযোগ করেছেন। এমন অভিযোগের পর কাতারের কর্তৃপক্ষ সেই নারীকেই বিবাহবহির্ভূত সম্পর্কের শাস্তিস্বরূপ ৭ বছর কারাবাস ও ১০০ বেত্রাঘাত মারার হুমকি দিয়েছে। ভুক্তভোগী নারীর নাম পাওলা সেইতেকাত। খবর নিউজউইকের।
‘নিউজউইক’-এর প্রতিবেদনে বলা হয়, কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির সঙ্গে কাজ করার সময় দোহায় এক অ্যাপার্টমেন্টে থাকতেন সেইতেকাত। স্থানীয় লাতিন আমেরিকান জনগোষ্ঠীর মধ্যে পরিচিত এক ব্যক্তি সেইতেকাতের অ্যাপার্টমেন্টে ঢুকে তাকে যৌন নিগ্রহ করেন। সেইতেকাত নিজেই জানিয়েছেন এ ঘটনা।
নির্যাতনের ফলে বাঁ হাত, কাঁধ ও পিঠে আঘাত পান সেইতেকাত। এই ঘটনার মেডিকেল প্রমাণপত্র সংগ্রহ করে মেক্সিকান কনসালকে সঙ্গে নিয়ে কাতার পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। ভাঙা ভাঙা আরবিতে পুলিশকে ঘটনাটা জানানোর পর জবানবন্দিতে সই করে চলে আসেন সেইতেকাত। রাত নয়টা নাগাদ তাকে ডেকে পাঠায় কাতার পুলিশ। সেইতেকাত সেখানে গিয়ে দেখেন, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিন্তু তারপরই ঘটনা অন্যদিকে মোড় নেয়। সেইতেকাতের ভাষায়, ‘আরবি ভাষায় প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আমার কুমারীত্ব পরীক্ষা করতে চাপ প্রয়োগ করা হয়। ধীরে ধীরে আমিই অভিযুক্ত হয়ে পড়ি।’
সেইতেকাত যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, সেই লোকটি পুলিশকে জানান, তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক। এরপর পুলিশ সেইতেকাতের কাছ থেকে তাঁর ফোনটি নিতে চায়। এরপরই তিনি বুঝতে পারেন, পুলিশ ঘটনাটা বিবাহবহির্ভূত সম্পর্কের দিকে গড়ানোর চেষ্টা করছে।
কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির সঙ্গে কাজ করার সময় দোহায় এক অ্যাপার্টমেন্টে থাকতেন সেইতেকাত। স্থানীয় লাতিন আমেরিকান জনগোষ্ঠীর মধ্যে পরিচিত এক ব্যক্তি সেইতেকাতের অ্যাপার্টমেন্টে ঢুকে তাকে যৌন নিগ্রহ করেন। সেইতেকাত নিজেই জানিয়েছেন এ ঘটনা।
কাতারের আইন অনুযায়ী, এর শাস্তি ৭ বছর কারাদণ্ড এবং ১০০ চাবুক। অবাক করা বিষয় হলো, সেইতেকাতের আইনজীবি তাঁর মক্কেলকে প্রস্তাব দিয়েছিলেন, অভিযোগ তুলে নিয়ে অভিযুক্তকে বিয়ে করতে। কিন্তু সেইতেকাত তা না করে বিশ্বকাপ আয়োজক কমিটির সহায়তায় কাতার ছাড়তে সক্ষম হন।
মেক্সিকোতে নামার অনুভূতি নিয়ে সেইতেকাতের ভাষ্য, ‘এতটা স্বস্তির নিশ্বাস নিইনি কখনো। তবে সেখানে আমার বোঝা উচিত ছিল, অভিযোগটা আমার বিপক্ষেই যাবে। কারণ, এমন এক দুনিয়ায় বাস করতাম যেখানে মেয়েদের ঘৃণা করা হয়।’
কাতার আদালতের কাগজপত্র পাওয়ার পর সেইতেকাত জানতে পারেন, সেই অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হয়েছে। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্দ টুইটে জানিয়েছেন, গতকাল শুক্রবার তিনি সেইতেকাতের সঙ্গে দেখা করেছেন।
মেক্সিকান নাগরিক হিসেবে তাকে ‘সবরকম আইনি সহায়তা এবং অধিকার সংরক্ষণের নিশ্চয়তা’ দিয়েছেন এবরার্দ।
কাতার বিশ্বকাপের আয়োজন নিয়ে বিতর্কের শেষ নেই। গত বছর ফেব্রুয়ারিতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের বিশেষ প্রতিবেদনে জানা যায়, বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পাওয়ার পর কাতারে ১০ বছরে সাড়ে ৬ হাজারের বেশি দক্ষিণ এশিয়ান শ্রমিকের মৃত্যু হয়েছে। খেলোয়াড়দের মধ্যেও কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে আপত্তি আছে।
রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রুস গত বছরের মার্চেই বলেছিলেন, কাতারকে বিশ্বকাপ আয়োজন করতে দেওয়া ঠিক হয়নি। সংবাদমাধ্যমের কল্যাণে এবার জানা গেল নতুন এই ভয়ংকর খবর।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৮৫৩
আপনার মতামত জানানঃ