তরুণীকে গণধর্ষণের পর তার চুল কেটে মুখে কালি মাখিয়ে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠল এক দল মহিলার বিরুদ্ধে। এমনকি উল্লাস প্রকাশ করতেও দেখা গিয়েছে তাদের।
ভারতের দিল্লিতে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নজরে আসে দিল্লি পুলিশের। দ্রুত পদক্ষেপ নেয় তারা। ভিডিও দেখে এরই মধ্যে আটক করা হয়েছে চারজনকে। তারা সবাই নারী। জড়িত বাকিদের ধরতে চলছে অভিযান।
যা ঘটেছে
দিল্লির কস্তুরবা নগরের ঘটনা। অভিযোগ, বেআইনি মদ ব্যবসার প্রতিবাদ করায় বছর কুড়ির ওই তরুণীকে ধর্ষণ করেন কয়েকজন বেআইনি মদের কারবারি।
এরপর সেই তরুণীকেই আবার এক তরুণের মৃত্যুর জন্য দায়ী করে তার ওপর হামলা চালান মহিলারা। তার মাথা মুড়িয়ে, গলায় জুতোর পরিয়ে, মুখে কালি মাখিয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ ওঠে।
সম্প্রতি তরুণের মৃত্যুর জন্য ওই তরুণীকে দায়ী করেন মৃতের পরিবার। অভিযোগ, এরপরই তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যান মৃতের চাচা। এরপর তাকে গণধর্ষণ করা হয়।
এই ঘটনায় সরব হয়েছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। দিল্লি পুলিশকে এই বিষয়ে নোটিশ দিয়েছেন তিনি।
এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি তরুণী এবং তার পরিবারের নিরাপত্তারও দাবিও জানানো হয়েছে।
ভুক্তভোগী তরুণীর বোন জানান, প্রতিবেশী এক যুবক গত বছরের নভেম্বরে আত্মহত্যা করেন, সে আমার বোনকে ভালবাসত বলে দাবি করত। তার মৃত্যুর জন্য তার পরিবার আমার বোনকে দোষারোপ করে।
এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কী বলছে কর্তৃপক্ষ
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, আমরা গতকাল জানতে পারি কিছু মহিলা এক তরুণীকে অপহরণ করে, মারধর করে এবং তাকে হুমকি দিয়েছে। আমরা ভুক্তভোগীকে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করি এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
আমরা গতকাল চারজন এবং আজ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছি বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আরও দুজনকে ধরতে অভিযান চলছে, যারা আগে ভুক্তভোগীর প্রতিবেশী ছিলেন। অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন ওই তরুণীর কারণে তার ছেলে গতবছরের নভেম্বরে আত্মহত্যা করেছে। আমরা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিচ্ছি। এ ঘটনায় অধিকতর তদন্ত চলছে।
দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল এক টুইটার পোস্টে জানান, তিনি ভুক্তভোগী নারীর সঙ্গে দেখা করেছেন। তিনি দিল্লি পুলিশের প্রতি পদক্ষেপ গ্রহণের জন্য এবং আরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মালিওয়াল ঘটনার ভিডিওটি শেয়ার করে ওই টুইটার পোস্টে বলেন, কস্তুরবা নগরে ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করেন কয়েকজন অবৈধ মদ বিক্রেতা। পরে তার মাথা ন্যাড়া করে, মুখে কালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে রাস্তায় হাঁটানো হয়। আমি দিল্লি পুলিশকে নোটিশ জারি করেছি। সব অভিযুক্ত পুরুষ ও নারীকে গ্রেপ্তার করতে হবে এবং তার পরিবারকে নিরাপত্তা দিতে হবে।
মহিলা কমিশন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মালিওয়াল ভুক্তভোগী তরুণীর সঙ্গে দেখা করলে তিনি তার বাড়ি থেকে অপহৃত হন বলে জানান। এরপর তাকে তিনজন অবৈধ মদ ও মাদক বিক্রেতা দলবেঁধে ধর্ষণ করেন।
তিনি আরও জানান, তাকে নির্মমভাবে পেটানো হয়, তার মাথা ন্যাড়া করা হয় এবং জুতার মালা পরিয়ে তাকে রাস্তায় হাঁটানো হয়।
কমিশন অভিযুক্ত ব্যক্তিদের ব্যাপারে অতীতের বিশেষ করে তাদের অবৈধ মদ ও মাদক নিয়ে অভিযোগের বিস্তারিত জানতে চেয়েছে।
কমিশন আরও জানায়, ভুক্তভোগী তরুণীর নিরাপত্তা দিতে পদক্ষেপ নিতে বলা হয়েছে। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজসহ ঘটনায় গৃহীত ব্যবস্থার বিস্তারিত জানিয়ে একটি প্রতিবেদন কমিশনে জমা দিতে দিল্লি পুলিশকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
এসডব্লিউ/এসএস/২১২০
আপনার মতামত জানানঃ