আজ (১২ই জুলাই) যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’।
প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া স্টার নতুন এই প্ল্যাটফর্মটি এনেছে। নাম এবং কনটেন্ট ঘোষণার সময় থেকেই আলোচনায় আছে প্ল্যাটফর্মটি। বিগ বাজেটের সাথে দেশের বেশকিছু আলোচিত এবং দক্ষ শিল্পী কলাকুশলীদের অন্তর্ভুক্ত হওয়াটা বিনোদন প্রেমী দর্শকদের মাঝে আগ্রহের জন্ম দেবে বলে মনে করছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি।
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’ ১২ মাসে ১২টি অরিজিনাল ওয়েব ফিল্ম নিয়ে আসবে বলে জানা গেছে। প্ল্যাটফর্মটি অরিজিনাল কনটেন্টের পাশাপাশি আন্তর্জাতিক কনটেন্ট নিয়েও হাজির হচ্ছে। এই বছর মুক্তি দেওয়ার লক্ষ্যে কয়েকটি চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে বেশ আছে। শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’, আদনান আল রাজীবের অরিজিনাল ফিল্ম ‘ইউটিউমার’, অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ ও আবরার আতহারের মিউজিক্যাল অরিজিনাল ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’, কামার আহমাদ সাইমনের ‘নীল মুকুট’ সম্পর্কে এখন পর্যন্ত জানা গেছে। কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি বাকি কন্টেন্টগুলোর ব্যাপারেও জানাবে। এখানে প্রকাশিত প্রতিটি ছবিই হবে তারকাবহুল। দেশের শীর্ষ নির্মাতারা এই ছবিগুলো বানাচ্ছেন। চলচ্চিত্রের শিল্পী ও গল্প নির্বাচন থেকে শুরু করে, নির্মাতার নাম, দৃশ্যায়ন—সবকিছুতেই থাকছে অভিনবত্বের ছাপ।
চরকির সিইও রেদওয়ান রনি বলেন, ‘ফিল্ম, ফান, ফুর্তির প্রতিশ্রুতি নিয়ে আসছে চরকি। প্রতি মাসে নতুন সিনেমা দেখার পাশাপাশি বিনোদনে ভরপুর ওয়েব সিরিজ, শর্টফিল্ম, মিনি সিরিজ, ডকুমেন্টারি, ওয়েব শো এখানে থাকছে। চরকিকে আমরা বাংলা কনটেন্টের কেন্দ্র হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে চাই।’
এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে সাশ্রয়ী মূল্যে দেখা যাবে সিনেমা, সিরিজ, শর্টফিল্ম। জানা গেছে, ৬ মাস, ১ বছরের সাশ্রয়ী সাবস্ক্রিপশন ছাড়াও দর্শক চাইলে শুধু একটি সিনেমা বা সিরিজের জন্য টিকিট কেটে দেখতে পারবেন পছন্দের কনটেন্ট। প্রিমিয়াম ও অরিজিনাল কনটেন্টের পাশাপাশি বিনা মূল্যেও চরকির ফিল্ম, ফান, ফুর্তি উপভোগ করা যাবে কোনো ‘লগ–ইন’ বা ‘সাইনআপ’ ছাড়া। বিশ্বের যেকোনো প্রান্তের দর্শক ওয়েবসাইট, মোবাইল ও টিভি অ্যাপ থেকে কন্টেন্টগুলো উপভোগ করতে পারবে।
বিঞ্জ, আই-থিয়েটার, সিনেম্যাটিক সহ দেশীয় বেশ কিছু ওটিটি এখন তাদের ভিন্নধর্মী কনটেন্ট নিয়ে আলোচনায়। পাশাপাশি হইচই, জি-ফাইভ সহ ভারতীয় বেশ কিছু প্ল্যাটফর্ম আমাদের শিল্পী এবং কলাকুশলীদের নিয়ে ইতিমধ্যে অসাধারণ কিছু কনটেন্ট উপহার দিয়েছে। এছাড়া আগে থেকেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, অ্যামাজন, ডিজনি নিত্যনতুন কনটেন্ট নিয়ে তাদের দিকে দর্শকদের একটা বড় অংশকে যুক্ত করে রাখাছে প্রতিনিয়ত। এর মাঝেই ‘চরকি’কে যাত্রার সাথে সাথে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা প্রমাণের জন্য এক কঠিন লড়াইয়ে নামতে হবে তা বলার অপেক্ষা রাখেনা। তবে ইতিমধ্যে ‘চরকি’র যে কয়টা কনটেন্ট এর ঘোষণা বা প্রমোশনাল ঝলক দেখা গেছে তাতে এই নতুন কিন্তু আলোচিত প্ল্যাটফর্ম দর্শকদের হতাশ করবে না বলেই মনে করছেন চরকির কর্তৃপক্ষ।
করোনা পরিস্থিতি নিয়ে আতংক, নানা হতাশার পাশাপাশি অনেক প্রতিবন্ধকতা থাকার পরেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রি এক সুসময় পার করছে। গতবছর ‘আগষ্ট ১৪’, ‘ইনফিনিটি’, মানিহানি, মাইনকার চিপায়’ এর পরে কিছুদিন আগের ‘জানোয়ার’, ‘তাকদীর’, ‘বিলাপ’, ‘কন্ট্রাক্ট’, ‘কষ্টনীড়’, ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘চরের মাষ্টার’, ‘চা খাবেন’ এবং হালের ‘মহানগর, বা গতকাল রিলিজ হওয়া ‘লেডিস এন্ড জেন্টেলম্যান’ এর নান্দনিক নির্মাণ আমাদের এই ওটিটি নিয়ে ইন্ডাস্ট্রির ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখায়। এই ছাড় না দেয়ার প্রতিযোগিতায় চরকি ঠিক কতোটা শক্তিশালী জায়গায় নিজের নাম দর্শকদের কাছে প্রতিষ্ঠিত করবে তা সময়ই বলে দেবে। ‘চরকি’ যাত্রা শুরু করলো দর্শকদের মনে যতটা আশা জাগিয়ে তার মান বজায় রেখেই একের পর এক ভিন্নধর্মী কনটেন্ট দিয়ে নিজেদের যাত্রা অব্যাহত রাখবে বলে আশা করছে চরকির শুভাকাঙ্খিরা।
এসডব্লিউ/এমএন/ডব্লিউজেএ/১৪৩৩
আপনার মতামত জানানঃ