যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাই। এই দিন পুরো দেশটিতে ছুটি এবং উৎসবের আমেজ চলছিলো বরাবরের মত। এই আমেজের মধ্যেই গত শুক্রবার হতে রোববার পর্যন্ত ৭২ ঘন্টায় দেশটিতে চার শতাধিক গোলাগুলি হয় এবং গুলিবিদ্ধ হয়ে মারা যায় কমপক্ষে ১৫০ জন মানুষ। গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর সিকাগোতে, ৪ জুলাই মোট ৯২ জনকে গুলি করা হয়েছে। এতে মারা গেছেন ১৬ জন। নিহতদের মধ্যে শিকাগোর পুলিশ কমান্ডার ও এক জন সার্জেন্টও ছিলেন। জানা যায়, ছুটির দিনে হত্যাকাণ্ডের ঘটনা বেশি ঘটে থাকে শিকাগোয়। এ পরিস্থিতি সামাল দিতে সিটি কাউন্সিল নতুন উদ্যোগও নিয়েছে। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিকাগোৃৃ পুলিশের সুপারিন্টেৃনডেন্ট ডেভিড ব্রাউন।
এদিকে, শুধুমাত্র নিউইয়র্কেই ২১টি গোলাগুলির ঘটনায় নিহত হয়েছে ২৬ জন। অবশ্য আগের বছর ২৫টি ঘটনায় গুলি করা হয় ৩০ জনকে, এ কথা জানিয়েছে নিউইয়র্কের স্থানীয় পুলিশ বিভাগ। এর মধ্যে ৪ জুলাই ১২টি ঘটনায় গোলাগুলির শিকার হয়েছে ১৩ জন।
গত বছর একই দিনে ৮টি ঘটনায় গুলি লাগে ৮ জনের। সাম্প্রতিক বছরগুলোতে এখানে গোলাগুলি ও সহিংসতার পরিমাণ বেড়েছে বলে জানানো হয়। সিএনএনের খবরে বলা হয়েছে, গত বছরের তুলনা এ বছর নিউইয়র্কে গুলির ঘটনা ৪০ শতাংশ বেড়েছে। এ বছর গুলির ঘটনা ঘটেছে ৭৬৭টি। আর হতাহত হয়েছেন ৮৮৫ জন।
খবরে আরও বলা হয়, গত শুক্রবার থেকে রোববারের মধ্যে এই ঘটনাগুলো ঘটলেও তালিকা এখনও পূর্ণাঙ্গ নয়। ভুক্তভোগী বা তাদের পরিবারকে সংগঠিত সহিংসতার তথ্য দিতে অনুরোধ জানিয়েছে একাধিক রাজ্যের পুলিশ। বিগত দুই দশকের মধ্যে এমন সহিংসতার বছর গেছে মাত্র দুটি। এ ছাড়া সংখ্যা বিবেচনায় শিকাগোর হত্যাকাণ্ডের পরিমাণ নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের মোট হত্যাকাণ্ডের সংখ্যার সমান। এ ছাড়া আটলান্টা, ভার্জিনিয়া, ডালাসসহ একাধিক এলাকায় সংগঠিত সহিংসতার তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো।
সূত্র মতে, টেক্সাসের ফোর্ট ওর্থে একটি গাড়ি ধোয়া নিয়ে বিতণ্ডার জের ধরে এক ব্যক্তি নির্বিচারে গুলিবর্ষণ করেছেন। এ ঘটনায় আহত হয়েছে আট জন। পৃথক গুলিবর্ষণের ঘটনায় সেখানে নিহত হয়েছে ৬১ বছরের এক বৃদ্ধ। ভার্জিনিয়ার নরফকে শুক্রবার ১৫ বছরের এক কিশোরের গুলিতে নিহত হয়েছে চার বছরের এক শিশু। ডালাসে রোববার নির্বিচারে গুলিবর্ষণে চার জন নিহত ও এক জন আহত হয়েছে। একই দিন একটি অনুষ্ঠানে এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে দুজন এবং আহত হয়েছে আরও তিন জন। ওহাইওতে রোববার রাতে একটি ব্লক পার্টিতে এক জন নিহত ও ১১ জন আহত হয়েছে।
যুক্তরাষ্ট্রে ছুটির দিন এলেই এভাবে মানুষ মারার উৎসবকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কি না তা নিয়ে প্রশাসন এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। দীর্ঘদিন ধরেই উৎসবে বারবার মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে যুক্তরাষ্ট্র।
এসডব্লিউ/এমএন/ডব্লিউজেএ/১৯১০
আপনার মতামত জানানঃ