সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হচ্ছে মেক্সিকো। যেখানে সাংবাদিকদের নিরাপদ সাংবাদিকতার সুযোগ একদম তলানিতে। দেশটিতে প্রায়ই সাংবাদিক হত্যার ঘটনা ঘটে। দেশটিতে আবারও সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। গুলি করে সাংবাদিক গুস্তাভো সানচেজকে হত্যা করা হয়েছে। এটা নিয়ে চলতি বছর মেক্সিকোয় দুজন সাংবাদিককে হত্যা করা হলো। খবর এএফপি
জানা যায়, সানচেজ পুলিশের খবর প্রচারকারী একটি ওয়েবসাইটের সম্পাদক ছিলেন। এর আগে ২০২০ সালের জুলাইয়ে সানচেজের ওপর এক দফা হামলা হয়েছিল। সেই যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান।
পুলিশ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে ওয়াক্সাকা শহরে স্থানীয় সময় বৃহস্পতিবার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সানচেজ। এই সময় বন্দুকধারীরা গুলি ছুড়লে নিহত হন তিনি। বন্দুকধারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার হয়নি ঘাতক।
এদিকে রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, চলতি বছর মেক্সিকোয় সানচেজসহ দুই সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর আগে দেশটির মধ্যাঞ্চলে এনরিকে গার্সিয়া নামের এক সাংবাদিকের মরদেহ উদ্ধার হয়েছে। তবে তাদের হত্যার পেছনে পেশাগত কোনো কারণ রয়েছে কি না, সেটা নিশ্চিত হওয়া যায়নি।
রিপোর্টার্স উইদাউট বর্ডারস আরও জানিয়েছে, জীবননাশের ঝুঁকি বিবেচনায় সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশগুলোর একটি মেক্সিকো। ২০০০ সালের পর থেকে দেশটিতে শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে। মূলত রাজনীতি ও মাদক ব্যবসা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় দেশটিতে সাংবাদিকেরা হামলার শিকার হন।
রিপোর্টার্স উইদাউট বর্ডারের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০২০ সালে হত্যার শিকার হয়েছেন কমপক্ষে ৫০ জন সাংবাদিক।
প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যেই হামলার ঘটনা বাড়তে থাকা উদ্বেগজনক।
রিপোর্টার্স উইদাউট বর্ডার (আরএসএফ) এর ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২০ সালে নিহত সাংবাদিকের মধ্যে ৮৪ শতাংশকে সরাসরি তাদের কাজের জন্য ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করেই হত্যা করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন সাংবাদিককে বর্বরভাবে হত্যা করা হয়।
প্রতিবেদনে পাঁচটি দেশকে সাংবাদিকতার জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো- আফগানিস্তান, পাকিস্তান, ভারত, ইরাক ও মেক্সিকো।
আরএসএফ জানিয়েছে, ২০২০ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৩৮৭ সাংবাদিক আটক, জিম্মি বা নিখোঁজ হয়েছেন।
২০২০ সালের ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৫০ জন সাংবাদিক নিহত হয়েছেন, তার আগের বছর ২০১৯ সালে দায়িত্ব পালন করতে ৫৩ জন সাংবাদিক নিহত হয়েছিলেন।
আরএসএফ বলছে, ২০১৯ সালের তুলনায় এ বছর কিছু কম সাংবাদিককে হত্যা করা হয়েছে। এ বছর কোভিড-১৯ মহামারির কারণে আগের তুলনায় কমসংখ্যক সাংবাদিক মাঠে কাজ করেছেন।
রিপোর্টার্স উইদাউট বর্ডারের সেক্রেটারি জেনারেল ক্রিস্টোফি ডিলোরি জানান, ‘বিশ্বব্যাপী সাংবাদিকদের উপর সহিংসতা বেড়েছে। কেউ কেউ ভাবতে পারেন যে সাংবাদিকরা কেবল তাদের পেশাগত ঝুঁকির শিকার। কিন্তু দেখা গেছে, সংবেদনশীল বিষয়গুলো অনুসন্ধান বা রিপোর্ট করতে গিয়েই সাংবাদিকরা দিন দিন লক্ষ্যবস্তু হচ্ছেন। যে কারণে তাদেরকে আক্রমণ করা হচ্ছে অর্থাৎ রিপোর্ট করা, জনগণকে জানানো- এই অধিকার তাদের আছে, এটা সবারই অধিকার।’
নিউইয়র্ক ভিত্তিক সাংবাদিকদের অধিকার রক্ষার সংগঠন ‘সেন্টার টু প্রটেক্ট জার্নালিস্ট’ (সিপিজে) এর তথ্য অনুসারে, ২০২০ সালে বেশিরভাগ সাংবাদিক হত্যার পেছনে রয়েছে অপরাধী গোষ্ঠিগুলো। এ বছরের সবচেয়ে বিপজ্জনক বিট হিসেবে চিহ্নিত হয়েছে ‘রাজনীতি।’
সংগঠনটি বলে, সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ মেক্সিকো। ২০২০ সালে পৃথিবীতে যত সাংবাদিক খুন হয়েছেন তার এক-তৃতীয়াংশ মেক্সিকোয়। দেশটিতে গত বছর ৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। গত ২০ বছরে এ নিয়ে সেখানে ১২০ জন খুন হলেন । এর মধ্যে গত নভেম্বর মাসে দশ দিনের ব্যবধানে তিনজনকে গুলি করা হয়।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৫০৩
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ