ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিজামিন নেতানিয়াহু ক্ষমতা ত্যাগ করার পর দুর্নীতি, তহবিল তসরুফ ও প্রতারণার অভিযোগে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের ডেমোক্রেসি রিসার্চ সেন্টারের সংবিধানবিষয়ক আইনজীবী আমির ফুক্স।
তিনি বলেন, দুর্নীতি, তহবিল তসরুফ ও প্রতারণার অভিযোগে ২০২০ সালের মে মাস থেকে আদালতে নেতানিয়াহুর বিচার চলছে। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে এতদিন আইনি দায়মুক্তি থাকায় তাকে আটক করা যাচ্ছিল না। কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পর তার শাস্তি ভোগ অবধারিত হয়ে যাবে।
ফুক্স আরও বলেন, গত দুই বছর ধরে এই প্রশ্ন সামনে ছিল যে, নেতানিয়াহু নিজেকে বিচারের ঊর্ধ্বে রাখার জন্য কি সংবিধান সংশোধন করবেন? কিন্তু এতদিন তিনি তা করেননি এবং শিগগিরই ক্ষমতা চলে যাওয়ার পর তিনি আইনি দায়মুক্তি হারাবেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তাতে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
সূত্র মতে, ইসরায়েলের পাবলিক প্রসিকিউটর নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলায় তিনটি চার্জশিট দিয়েছেন। ২০০৯ সাল থেকে একটানা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নেতানিয়াহু এ পর্যন্ত নিজের বিচারকাজকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন।
ইসরায়েলের সংসদ স্পিকার ইয়েরিভ লেভিন গত মঙ্গলবার এক টুইটে বলেন, নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নেতানিয়াহুর ১২ বছরের শাসনের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
প্রসঙ্গত, নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের নেতৃত্বাধীন নতুন ঐক্যের সরকার রোববার শপথ নেয়ার কথা রয়েছে। আর এ সরকার গঠিত হয়ে নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান হবে।
জেরুজালেম পোস্টের সূত্র মতে, নেসেটে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা পেলে আজই নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হবেন নাফতালি বেনেট। তিনি হচ্ছেন দেশটির ১৩তম প্রধানমন্ত্রী।
বেনেটের মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেয়া এবং নতুন সরকারের নির্দেশিকা তুলে ধরার মধ্য দিয়ে নেসেটে বিশেষ অধিবেশন শুরু হবে আজ রোববার রাতে। এর পর ইয়েস আতিদ দলের প্রধান ইয়ার লাপিড বক্তব্য দেবেন। এর পর নেতানিয়াহু এবং ১৩টি দলের প্রতিনিধিরা বক্তব্য দেবেন। এর পর নেসেটে স্পিকারকে বদলানোর জন্য ভোট অনুষ্ঠিত হবে। তার পরই আয়োজিত হবে আস্থাভোট।
যদি নতুন জোট আস্থাভোটে জিতে যায়, তবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নাফতালি বেনেট। প্রথম দুই বছর তিনি দায়িত্ব পালন করবেন। পরের দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন ইয়ার লাপিড। রোববার রাতেই নতুন সরকার প্রথম বৈঠকে মিলিত হবে।
এসডব্লিউ/এমএন/এসএস/১৮০৬
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি।[wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ