আগামীকাল সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ থাকবে বাংলাদেশে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, মে মাসের প্রথম সপ্তাহে দেশে ২১ লাখ ডোজ টিকা আসবে বলে তাঁরা প্রত্যাশা করছেন। সেরাম ইনস্টিটিউট থেকে টিকা বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে এলেই নতুনভাবে আবার গণটিকা কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান। এছাড়া বর্তমানে যে টিকার মজুত স্বাস্থ্যঅধিদপ্তরের কাছে আছে তা দিয়ে দ্বিতীয় ডোজের কার্যক্রম চালিয়ে যাবে। স্বাস্থ্যঅধিদপ্তরের কাছে মজুতকৃত টিকা দিয়ে দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম সম্পূর্নভাবে চালিয়ে যাওয়া সম্ভব না বলে ইতোপূর্বে জানিয়েছিল স্বাস্থ্যঅধিদপ্তর।
ভারত টিকা রপ্তানি বন্ধ রাখায় বাংলাদেশে টিকার মজুত কমে আসছে। মে মাসের মধ্যে সরকার যদি টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে না পারেন, তাহলে গণটিকা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া ছাড়া অন্যকোন বিকল্প নাই। এতে বাংলাদেশের করোনা প্রতিরোধ কার্যক্রম ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পতিত হবে।
এসডব্লিউ/নসদ/১৯৩৬
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগীতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ