জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে হেফাজতে ইসলামের সম্পৃক্ততা আছে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি তাঁর এ আশঙ্কার কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতিম ও ছোট্ট ছোট্ট শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুজব সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করে উত্তেজনা তৈরি করা হচ্ছে। এগুলো থেকে বিরত না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হরতালের নামে তাণ্ডব বন্ধের জন্য হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আর যদি তাণ্ডব বন্ধ করা না হয় তাহলে জনগণের জান ও মাল রক্ষার্থে সরকার কঠোর হতে বাধ্য হবে। রবিবার (২৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হরতাল ও তাণ্ডবের পেছনে শুধুই কি হেফাজত রয়েছে, নাকি অন্য কোনও সংগঠনও জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার ধরন দেখে মনে হচ্ছে, এর পেছনে অন্য কোনও সংগঠনও জড়িত রয়েছে। যারাই জড়িত থাকুক না কেন, হামলা ও নাশকতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। এখন তাদের প্রতিহত করা হবে—আইনের আওতায় নিয়ে আসবো।
উল্লেখ্য যে, ‘প্রতিবাদী মুসল্লিদের ওপর হামলা ও হত্যার’ প্রতিবাদে হেফাজতে ইসলাম আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। এই হরতাল ঘিরেও সহিংসতা হয়েছে।
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগীতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগীতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগীতার অনুরোধ জানাচ্ছি।
[wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ