স্টেটওয়াচ রিসার্চ নেটওয়ার্ক কাজ করছে বাংলাদেশে আইনপ্রয়োগের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা সংক্রান্ত বাস্তবতা নিয়ে। এর অংশ হিসেবে স্টেটওয়াচ নিউজে আমরা প্রতিদিনকার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গণমাধ্যম সংক্রান্ত খবরাখবরগুলো সংক্ষেপে তুলে ধরার উদ্যোগ নিয়েছি। প্রতিদিন নিম্নোক্ত মাধ্যমসমূহ থেকে সংবাদগুলো সংগ্রহ ও তা নথিবদ্ধ করছে আমাদের কর্মীরা: প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, সমকাল, নয়া দিগন্ত, ইত্তেফাক, দেশ রূপান্তর, ডেইলি স্টার, নিউ এজ, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, বাংলা ট্রিবিউন, বিডিনিউজ২৪ ডটকম, আমাদের সময়, মানবজমিন। আমরা আশা করি, এই প্রতিবেদন নিয়মিত প্রকাশের মাধ্যমে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার আরো শক্তিশালী হবে।
৩১জানুয়ারি ২০২১ রবিবার, ১৭ মাঘ ১৪২৭, পত্র-পত্রিকায় প্রকাশিত
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম সংক্রান্ত নির্বাচিত খবরের সার-সংক্ষেপ
পুলিশের নির্মাণাধীন ভবন থেকে পড়ে একজনের মৃত্যু
বাংলা ট্রিবিউন রিপোর্ট
বিভাগ: রাষ্ট্রীয় বাহিনী
রাজধানীর খিলগাঁওয়ে নবীনবাগ এলাকায় পুলিশের নির্মাণাধীন বহুতল ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে মো. রাকিব (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, ১৪ তলা ভবনটি বাংলাদেশ পুলিশের কয়েকজন সদস্য মিলে বানাচ্ছিলেন। শনিবার (৩০ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিবকে উদ্ধার করে নিয়ে আসা ভবনের শ্রমিক মো. আরিফ জানান, রাকিব দেড় মাস ধরে নির্মাণাধীন এই ভবনে রাজমিস্ত্রি হিসেবে কাজ করে আসছিলেন। আজ শনিবার (৩০ জানুয়ারি) সকালে ওই ভবনের দেয়ালে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার এসআই মাকছেদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা মিলে খিলগাঁওয়ের নবীনবাগে এ ভবনটি নির্মাণ করছেন। যা পুলিশ প্রজেক্ট নামে এলাকায় পরিচিত। আজ সকালে (৩০ জানুয়ারি) সেখান থেকেই কাজ করার সময় ভবন থেকে পড়ে গিয়ে রাকিবের মৃত্যু হয়।
বালু উত্তোলন-মাটি চুরি; নিরুপায় নৌ-পুলিশ!
কালের কন্ঠ
বিভাগ: রাষ্ট্রীয় বাহিনী
পদ্মানদীর ঈশ্বরদীতে সক্রিয় হয়ে উঠেছে বালু ও মাটি চোরেরা। প্রতিদিন রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন পয়েন্ট থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। আর দিনের আলোতেই পদ্মা নদীর বিভিন্ন পাড় থেকে চুরি করা হচ্ছে মাটি। চুরি করা এই মাটি বিক্রয় করা হচ্ছে ইটভাটাসহ বিভিন্ন এলাকার ক্রেতাদের নিকট। প্রতি দিন ও রাতে কয়েক লাখ টাকার মাটি ও বালু উত্তোলন করে বছরে কয়েক শ কোটি টাকার ব্যবসা করা হচ্ছে। অথচ সরকারকে দেওয়া হচ্ছে না রাজস্ব। তবে পদ্মানদী থেকে বালু উত্তোলন এবং নদীর পাড় থেকে মাটি চুরি বন্ধের জন্য পাকশী নৌ-পুলিশ ফাঁড়ি দায়িত্বে থাকা সত্ত্বেও এসব অপরাধ বন্ধ করতে কিংবা চোরদের আটক করতে পারছে না। কারণ নৌ-পুলিশ ফাঁড়ি হলেও নেই প্রয়োজনীয় লোকবল ও পরিবহন।
রিমোট মনিটরিংয়ের আওতায় ৯৬ থানা
ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা, সেন্ট্রি বক্সের কার্যক্রম ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ ডিআইজি অফিস থেকে
ইত্তেফাক
বিভাগ: রাষ্ট্রীয় বাহিনী
পুলিশের ঢাকা রেঞ্জ জনসেবায় মডেল। ‘ঘুষ লেনদেন, হয়রানি, ডিউটি অফিসারের অসংলগ্ন প্রশ্ন, ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভীতিকর আচরণ ও সাধারণ মানুষকে নাজেহাল করা’ এই রেঞ্জের অধীন থানাগুলোয় এসব দৃশ্য এখন আর দেখাই যায় না। পুলিশের ঢাকা রেঞ্জের ১৩টি জেলার ৯৬টি থানাকে রিমোট মনিটরিং ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় আনা হয়েছে। থানার ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা এবং সেন্ট্রি ডিউটি পোস্ট ২৪ ঘণ্টা ভার্চুয়ালি মনিটরিং হচ্ছে ডিআইজি অফিস থেকে। এই তিন স্থানকে ঘিরেই আবর্তিত হয় থানার মূল কার্যক্রম। অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং দায়িত্বে অবহেলাসহ দীর্ঘদিন ধরে নানা অভিযোগ এসব স্থানকে কেন্দ্র করেই। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বসানো হয়েছে ‘অপারেশন্স কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’। গত ২ ডিসেম্বর এই কন্ট্রোল সেন্টার উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
ময়মনসিংহে পৌর নির্বাচনে সংঘর্ষ: দুই সাংবাদিক আহত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বিভাগ: গণমাধ্যম
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ছবি তুলতে গিয়ে দুই সংবাদ কর্মী আহত হয়েছেন। শনিবার বেলা পৌনে ১টার দিকে গৌরীপুরের শেখ লেবু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনার সময় এনটিভির ক্যামেরা ভাঙচুর করা হয়। আহতরা হলেন, এনটিভির ভিডিওগ্রাফার মাসুদ এবং একাত্তর টিভির ভিডিওগ্রাফার নুরুজামান। গৌরীপুর সার্কেলের এএসপি সাখের হোসেন সিদ্দিকী বলেন, পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম হবি এবং নারিকেল গাছ প্রতীকের প্রার্থী সৈয়দ রফিকুল ইসলামের কর্মী-সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ছবি তুলতে গিয়ে দুই সংবাদ কর্মী আহত হয়েছেন।
“এ সময় এনটিভির ক্যামেরা ভাংচুরের ঘটনা ঘটে।” হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
Bomb police station, frame lawyer’
MP Shaheen heard asking OC in leaked phone conversation
The Daily Star
Category : State Force
Jeshore-6 MP Shaheen Chaklader is facing criticisms after a leaked phone conversation revealed that he asked a police officer to bomb a police station and frame a lawyer for it.
The conversation between Shaheen and Jashim Uddin, officer-in-charge of Keshabpur Police Station reportedly happened a couple of weeks ago.
The lawmaker, also general secretary of Jashore Awami League, was heard asking Jashim to bomb the police station and file a case accusing environmental activist Saifullah.
Saifullah who worked closely with Bangladesh Environmental Lawyers Association (BELA), recently filed a writ petition with the High Court against an illegal brick kiln called “M/S Super Bricks” in Keshabpur, which apparently irked the lawmaker. The Daily Star has obtained a copy of the leaked phone conversation but could not identify the source of the audio clip.
In the clip, the MP called and asked the OC if he knew Saifullah of Satbaria. In reply, the OC said, “Saifullah went to BELA and filed a case against the brick kiln.
আপনার মতামত জানানঃ