মুঘল সম্রাট শাহজাহানের অমর কীর্তি তাজমহল। তাঁর নির্দেশেই প্রয়াত স্ত্রী মমতাজের স্মৃতিতে এই সৌধ নির্মিত হয়। সৌধটির নির্মাণ শুরু হয় ১৬৩২ সালে, দীর্ঘ ২২ বছরে ২০ হাজার শ্রমিক ও কারিগর মিলে ১৬৫৩ সালে তাজমহল নির্মাণ শেষ করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাজমহল নির্মাণকালের দাবিতে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি সম্পর্কে দাবি করা হচ্ছে, এটি ১৬৩২ সালে তাজমহল নির্মাণকাজ চলাকালীন নকশা।
গত ৬ জুন ‘আজিজ চৌধুরী’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। ছবিটি আজ শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১ হাজার ৩০০ শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে প্রায় সাড়ে ৬ হাজার। ছবিটিতে কমেন্ট পড়েছে ৯০০–এর কাছাকাছি। এসব মন্তব্যে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
যারা সন্দেহ করছেন তাঁদের দাবি, ওই সময় এমন ছবি তোলার মতো ক্যামেরা উদ্ভাবিত হয়নি। আবার কেউ কেউ ছবিটিকে সত্য ধরে মন্তব্য করেছেন, এটি কোনো শিল্পীর আঁকা। কাজ চলাকালীন দেখে দেখে ছবিটি আঁকা হয়েছে বলে এটি খুব বাস্তব মনে হচ্ছে। কয়েকজন আবার বলেছেন, তাজমহলের ভাইরাল এ ছবি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন। ওই সময় শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা করতে তাজমহল বাঁশ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ফরাসি উদ্ভাবক জোসেফ নিসেফর ১৮১৬ সালে পৃথিবীর প্রথম ক্যামেরা উদ্ভাবন করেন। এই ক্যামেরা ব্যবহার করে ১৮২৬ সালের কাছাকাছি কোনো সময়ে তিনি পৃথিবীর সবচেয়ে পুরোনো ছবিটি ধারণ করেন। যেটি টেক্সাস বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে ২০২৩ সালের ১০ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ১৭ শতকে তাজমহল নির্মাণের সময়টি ফুটিয়ে তুলতে ভারতীয় শিল্পী জিও জন মুল্লুর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নিয়েছেন। ছবি বানানোর এআই টুল মিডজার্নির সাহায্যে তিনি এমন আটটি ছবি তৈরি করেন। এর মধ্যে প্রথম সাতটি ছবিতে ঐতিহাসিক এই স্মৃতিসৌধটি নির্মাণের বিভিন্ন পর্যায় দেখানো হয়েছে। শেষ ছবিটিতে তুলে ধরা হয়েছে তাজমহলের বর্তমান রূপ।
প্রতিবেদনে জিও জন মুল্লুরের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি পোস্টের লিংকও যুক্ত করে দেওয়া হয়েছে। জিও জন মুল্লুর ওই বছরের ৪ এপ্রিল ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করেন। এর মধ্যে ইদানীং ভাইরাল হওয়া ছবিটিও রয়েছে। পোস্টের ক্যাপশনে জিও জন মুল্লুর লিখেছেন, ‘ক্ষণিকের জন্য অতীতে ফিরে যাওয়া। সম্রাট শাহজাহানের অমর কীর্তি তাজমহল নির্মাণকালের সময় বন্দী করলাম।’
পোস্টের ক্যাপশনেই তিনি উল্লেখ করে দিয়েছেন, ছবিগুলো তৈরি করেছেন এআই ইমেজ জেনারেটর মিডজার্নির সাহায্যে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন ও ছবি নির্মাতার এই বক্তব্য থেকে স্পষ্ট, ১৬৩২ সালে তাজমহল নির্মাণকাজ চলাকালীন নকশা দাবিতে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি।
প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪২ সালে ব্রিটিশরা তাজমহলের প্রধান গম্বুজটি বাঁশের তৈরি অস্থায়ী কাঠামো দিয়ে ঢেকে দিয়েছিল। উদ্দেশ্য ছিল, অক্ষশক্তি জার্মানি এবং জাপানের বোমারু বিমানকে বিভ্রান্ত করা। কারণ, তখন এখনকার মতো নির্ভুল গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) এবং স্যাটেলাইট ছিল না।
আপনার মতামত জানানঃ