শুক্রবার গভীর রাতে ঢাকা মহানগর বিএনপির সিনিয়র নেতাদের আটকের জন্য তাদের বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরার ১১নং সেক্টরের একটি বাসা থেকে আটক করা হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুুলিশ সূত্রে জানা গেছে, নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বিএনপির সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে পুলিশ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসভবন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামের ধোলাইপাড় এবং জুরাইনের বাসভবন, উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ জি এম শামসুল হকের বাড্ডার বাসভবন এবং যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মতির কাফরুলের বাসভবনে তল্লাশি চালায়।
এ ব্যাপারে শনিবার সকালে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গভীর রাতে আমার তিনটি বাড়িতেই পুলিশ তাণ্ডব চালিয়েছে। ইতোমধ্যে আমার ড্রাইভার ও দারোয়ানকে আটক করেছে পুলিশ। কয়েক দিন আগে নতুন নিয়োগ দেওয়া দারোয়ানকেও শুক্রবার গভীর রাতে মারধর করে আটক করে নিয়ে যায়।
মহানগর দক্ষিণের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য সাইদুর রহমান বলেন, গত শক্রবার গভীর রাতে ঢাকা মহানগর বিএনপির অনেক নেতার বাসায় তাদের আটকের জন্য পুলিশ তল্লাশি চালায়। তল্লাশিকালে নেতাদের বাড়িতে পুলিশ ভাঙচুর চালায় বলে অনেকে আমাদের কাছে অভিযোগ করেছেন।
এদিকে, ‘একতরফা’ দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি শুরু হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।
হরতালের শুরুতেই শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের উপস্থিতি দেখা গেলেও তা অন্য দিনের তুলনায় খুবই কম। সড়কে গাড়ি কম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অনেককেই গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়।
তবে নিজ নিজ গন্তব্যে যেতে সাধারণ মানুষ গণপরিবহনকে বেছে নিলেও আতঙ্কিত হওয়ার কথাও জানান তারা। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নাশকতার আশঙ্কাও করেন অনেক যাত্রী। নিজেরাই গাড়ির জানালার গ্লাস বন্ধ করে রাখছেন তারা।
এ বিষয়ে আলাকা পরিবহনের যাত্রী শাহাবুল ইসলাম বলেন, ‘ভোট দিতে ফরিদপুর যাবো। এখন সায়েদাবাদ যাচ্ছি, সেখান থেকে বাসে গ্রামে যাবো।‘ ওই বাসের চালক সুমন বলেন, ‘সকালের দিকে বাস কম থাকে। এ কারণে যাত্রী কমেছে, বেলা বাড়লে যাত্রীও বাড়বে।’
এর আগে শুক্রবার রাত ৯টার পর রাজধানীর গোপীবাগে থাকা অবস্থায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজন মারা গেছেন। আহত হয়েছেন অনেকেই। আহতরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন।
আপনার মতামত জানানঃ