পারিবারিক কলহের জেরে এক নারীকে আটক করার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায় পুলিশ। বন্দুকধারীর এলোপাতারি গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন পুলিশ সদস্য। আহত হয়েছেন আরো ১৪ জন। ঘটনাটি ঘটেছে গত বুধবার(২৩ডিসেম্বর) ফ্রান্সে। পরে আটক নারীকে অক্ষতই উদ্ধার করে পুলিশ।
জানা যায়, ফ্রান্সের পুয়ে-দে-দোম গ্রামের এক বাড়িতে সন্তানের অভিভাবকত্ব নিয়ে ওই ব্যক্তির সঙ্গে আটক নারীর পারিবারিক কলহ ছিলো। বুধবার মধ্যরাতে ঐ নারীকে আটক করার সংবাদ পায় পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পোঁছালে ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে এক পুলিশ সদস্যের মৃত্যু এবং আরেকজন আহত হয়। বন্দুকধারী পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থলে আসা আরও দুই পুলিশ সদস্যকে হত্যা করে। ঘটনাস্থল থেকে নারীকে উদ্ধার করা হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল ডারমানো পরে সন্দেহভাজন বন্দুকধারীর মৃতদেহ পাওয়ার কথা নিশ্চিত করেন।তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে বুধবারের ঘটনাকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
এসডব্লিউ/কেএইচ/১৭৫০
আপনার মতামত জানানঃ