আধুনিক রাষ্ট্রে সরকারের অন্যতম বিভাগ বা অঙ্গ হল আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। অধ্যাপক লাস্কি বলেছেন, অ্যারিস্টটলের সময় থেকে সাধারণত মনে করা হয় যে, রাজনৈতিক ক্ষমতা তিনটি প্রধান শ্রেণিতে বিভক্ত যথা আইন সংক্রান্ত ক্ষমতা, কার্যনির্বাহী ক্ষমতা এবং বিচার সংক্রান্ত ক্ষমতা (“Since the time of Aristotle it has been generally agreed that political power is divided into three broad categories … there is, first the Legislative power, there is secondly, the Executive power, there is thirdly the Judicial power.”) রাজনৈতিক ব্যবস্থা বা সরকারের আইনসভার ভূমিকা বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়। তবে রাজনৈতিক ব্যবস্থা বা সরকারের কার্যাবলিকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়, যথা一
- (১) আইন বিভাগ (আইন প্রণয়ন করে),
- (২) শাসন বিভাগ (আইন প্রয়ােগ করে),
- (৩) বিচার বিভাগ (বিচারকার্য সম্পাদন করে)।
সরকারের এই তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রাচীনকালে রাজা স্বয়ং আইন প্রণয়ন করতেন। লিখিত আইন তৈরি হয় অনেক পরে। ‘Modern politics and government’ শীর্ষক গ্রন্থে অধ্যাপক অ্যালান বল লিখেছেন, ঐতিহাসিক বিচারে আইনসভার উদ্ভব হয়েছে শাসন বিভাগের উপদেষ্টা হিসেবে (“..historically assemblies have emerged from the executives need for advisory bodies.”) অধ্যাপক গার্নার মনে করেন যে, যেসকল বিভাগের মাধ্যমে আধুনিক রাষ্ট্রের ইচ্ছা ব্যক্ত ও প্রযুক্ত হয় তার মধ্যে আইন বিভাগের স্থান সবার উপরে।
বাংলাদেশের সরকারগুলোর বিরুদ্ধে সবসময় বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে পরিচালনা করার অভিযোগ আমরা শুনে আসছি। অতীতের সকল সরকারের সময় বিরোধী দলগুলোর পক্ষ থেকে সরকার কর্তৃক বিচার বিভাগকে নিয়ন্ত্রণের অভিযোগ করা হয়। বর্তমান সরকারের সময়ও এমন অভিযোগ শুরু থেকেই বিরোধী দলগুলো করে আসছে। বিচার বিভাগকে দলীয়করণের কারণে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা ন্যায়বিচার পাচ্ছে না, এমন অভিযোগের দৃশ্যমান অনেক ঘটনা গণমাধ্যমে প্রকাশ হয়েছে বিভিন্ন সময়। কিন্তু সরকার সব সময় এ্সব অভিযোগ অস্বীকার করে আসছে।
সর্বশেষ আজ খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আইনমন্ত্রী বিচারককে প্রভাবিত করার প্রমাণস্বরুপ একটি অডিও ফাঁস হয়েছে। অডিওটিতে খালেদা জিয়ার মামলা বিষয়ে আইনমন্ত্রীর সাথে দুদকের আইনজীবি মোশারফ হোসেন কাজলের কথোপকথনে বিচারককে প্রভাবিত করার নির্দেশনা ও পরিকল্পনার কথা জানা যায়। দুইজনের টেলিফোনে গোপন আলাপনের অডিওটি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের (সামি) ফেসবুকে তার পরিচালিত I am Bangladesh নামক পেইজ থেকে প্রকাশ করেছেন। স্টেটওয়াচের পাঠকদের জন্য টেলিফোন আলাপনের অডিওটি এখানে প্রকাশ করা হল।
আপনার মতামত জানানঃ