Trial Run

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মঙ্গলবার বাংলাদেশের দুই যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

তারা হলেন- হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মৃত ভাকু মোহাম্মদের ছেলে নাজির উদ্দিন (৩০) ও বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে রবিউল ইসলাম (২০)।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ৩৬৭ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল নাজির উদ্দিন ও রবিউল ইসলাম। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার ফুলবাড়ি ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় তারা বাংলাদেশে ফেরত আসতে সক্ষম হয় এবং পরিবারের সদস্যরা তাদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুজনই মারা যান।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আওরঙ্গজেব বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের কথা স্বীকার করে বলেন, ‘এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

এ বিষয়ে জানতে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়কের সাথে এই প্রতিনিধি মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও  তাকে পাওয়া যায়নি।

ছড়িয়ে দিনঃ
 • 10
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  10
  Shares

আপনার মতামত জানানঃ