আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের নিহত এক মার্কিন সেনার মাকে নিষিদ্ধ করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। আর এই নিষিদ্ধ করার কারণ তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে পোস্ট দিয়েছিলেন।
তবে পরবর্তীতে সমালোচনার মুখে তার ফেসবুক অ্যাকাউন্ট আবার ফিরিয়ে দেয়া হয়। খবর নিউইয়র্ক পোস্টের।
সূত্র মতে, কাবুল বিমানবন্দরে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত সেনা ল্যান্স কর্পোরাল কারিম নিকোইয়ের মা বাইডেনের সমালোচনা করে পোস্ট দেওয়ার পর ফেসবুক তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।
এর পরপরই মার্কিন রক্ষণশীল ব্যক্তিরা এবং আইনপ্রণেতারা এ নিয়ে সমালোচনায় মুখর হয়ে ওঠেন। পরে ফেসবুক কর্তৃপক্ষ দাবি করে জানায়, ভুলবশত কারিম নিকোইয়ের মা শানা চ্যাপেলের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করা হয়েছে।
শানা চ্যাপেল তার ফেইসবুকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমার সন্তানের রক্ত আপনার হাতে।
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে গত ২৬ আগস্ট সন্ধ্যায় ভয়াবহ বোমা হামলা করে আইএস। ইসলামি স্টেট (আইএস) এর খোরাসান শাখার ওই হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনাসহ ১৭০ জনের অধিক মানুষ নিহত হন। এদের মধ্যে ছিলেন শানা চ্যাপেলের ছেলে কারিম নিকোইও।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল কায়েদা যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে বিমান ছিনতাই করে হামলা করে। এই হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালিয়ে তৎকালীন তালিবান সরকারকে উৎখাত করে। কিন্তু গত বছর সেই তালিবানের সঙ্গেই যুক্তরাষ্ট্র আবার সমঝোতা করে। আর সেই পটভূমিতেই আফগানিস্তান থেকে আগামী ৩১ আগস্টের মধ্যে সকল বিদেশী সৈন্য প্রত্যাহার করা হয়। আফগান যুদ্ধে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা নিহত এবং ২০ হাজার আহত হয়েছেন।
এদিকে, তালিবানদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এক মার্কিন সেনা কর্মকর্তা। তিনি জানান, আফগানিস্তানে গত ১৫ আগস্ট থেকে যেসব মার্কিন নাগরিক কাবুল বিমানবন্দরে গেছেন, তাদের নিরাপত্তা দিয়েছেন তালিবান যোদ্ধারা।
মার্কিন বাহিনীর ওই শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, পশ্চিমা দেশগুলো যখন ৩১ আগস্টের আগে আফগান ছাড়তে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছিল, তখন আইএস-খোরাশানের হুমকির মধ্যে কাবুল বিমানবন্দর পর্যন্ত প্রচণ্ড নিরাপত্তা দিয়ে তালিবান যোদ্ধারা মার্কিন সাধারণ নাগরিকদের কাবুল বিমানবন্দরে পৌঁছে দিয়ে গেছেন।
এ ঘটনার প্রশংসা করে মার্কিন ওই সেনা কর্মকর্তা বলেন, এটা অত্যন্ত বিরল এবং সুন্দর ঘটনা। গত ২০ বছর ধরে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। কিন্তু তারা সাধারণ নাগরিকদের কড়া নিরাপত্তার মাধ্যমে কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দিয়ে গেছেন।
এতে তাদের মানবিক মূল্যবোধ খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। বিমানবন্দরের বাইরে বেশ গোছালোভাবেই কাগজপত্র যাচাই-বাছাই করে বিভিন্ন দেশের নাগরিকদের বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দিয়েছে তালিবানরা।
বিশেষজ্ঞদের মতে, আফগান নীতির কারণে ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট হওয়ার অনেক আগে থেকেই জনপ্রিয়তার তুঙ্গে থাকা জো বাইডেনের গ্রহণযোগ্যতা। একবারেই বাইডেনের জনপ্রিয়তা কমেছে ৪৩ শতাংশ। যা আমেরিকার প্রেসিডেন্টদের জনপ্রিয়তা কমার ইতিহাসে সবচেয়ে বেশি বলেই দাবি করা হচ্ছে।
আর এর ফলে বাইডেনের ভবিষ্যৎ কর্মকাণ্ড ব্যাপকভাবে প্রভাবিত হবে বলে মনে করেন বিশ্লেষরা। তার একটি উদাহরণ শানা চ্যাপেলের ফেসবুক একাউন্ট নিষিদ্ধ করা। নীতির পরিবর্তন না করে এখন মার্কিনীদের কথার বলার অধিকার খর্ব করছে বাইডেন প্রশাসন। যার ফল আরও ভয়াবহ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
পাশাপাশি মার্কিন বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের তালিবানের প্রশংসা, যুদ্ধে নিহত-আহত মার্কিন সেনাদের মধ্যে বিতর্ক তৈরি করতে শুরু করেছে ইতিমধ্যেই।
এসডব্লিউ/এমএন/এসএস/১৪২৩
আপনার মতামত জানানঃ