রাশিয়া থেকে পরিচালিত একটি আমেরিকান নয়া-নাৎসি দলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব।
এ প্রসঙ্গে প্রিতি প্যাটেল নিন্দা জানিয়ে বলেন, এটি সন্ত্রাসী শেতাঙ্গ আধিপত্যবাদী দল, যারা সারা পৃথিবী জুড়ে দুর্বলদের নিশানা বানায়। এই দলটির ঘাঁটি যুক্তরাজ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হওয়া পঞ্চম চরম ডানপন্থী দল।
গত বছর বিবিসি’র বিস্তারিত প্রতিবেদনে জানা যায়, সংগঠনটি যুক্তরাজ্যে কীভাবে সদস্য নিয়োগ দেয়।
বিবিসি’র অনুসন্ধানে আরও জানা যায়, দলটির আমেরিকান প্রতিষ্ঠাতা হলেন রিনাল্ডো নাজারো এবং জানা যায়, কীভাবে তিনি সেন্ট পিটার্সবার্গ থেকে ঘাঁটিটি পরিচালনা করতেন।
ঘাঁটিটি ২০১৮ সালে গঠন করা হয়। এরা আমেরিকা এবং অন্যান্য দেশের সন্ত্রাসী সংগঠনগুলোর সাথে সম্পর্ক তৈরি করে ফ্যাসিস্ট ও শেতাঙ্গ জাতিগত রাজ্য প্রতিষ্ঠা করতে চায়।
ঘাঁটিতে সদস্যদের অস্ত্র পরিচালনা এবং বিস্ফোরণ তৈরির প্রশিক্ষণ দেয়া হয়। গ্রুপের সাথে জড়িতদের অনেকেই যুক্তরাজ্যে হত্যার ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত।
সূত্র মতে, দলটির কার্যক্রম ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছিল যদিও নেতৃত্বে থাকা নাজারো সক্রিয় ছিলেন।
এই সপ্তাহে যুক্তরাজ্যের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা কার্যকর হবে যদি এমপিরা অনুমোদন দেয়। এই নিষেধাজ্ঞায় সন্ত্রাসী সংগঠটির সদস্য হলে কিংবা সহায়তা করলে সর্বোচ্চ ১৪ বছরের সাজা হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দপ্তর থেকে বলা হয়, এই দলটির এটমওয়াফেন ডিভিশনের সাথে উদ্দেশ্য ও আদর্শের মিল আছে এবং এদের মিত্র ন্যাশনাল সোশালিস্ট অর্ডার দলটিকে এই বছরের শুরুতে নিষিদ্ধ করা হয়।
অন্যান্য ডানপন্থাবলম্বী চরমপন্থী দলগুলোকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে আছে ন্যাশনাল এ্যাকশন এবং সনেনক্রেইগ ডিভিশন, দু’টি দলই যুক্তরাজ্যে গঠিত। এছাড়া এস্টোনিয়ায় গঠিত ফিউয়ারক্রেইগকেও নিষিদ্ধ করা হয়েছে।
ঘাঁটিতে বিস্তারিত অনুসন্ধান করলে জানা যায়, কীভাবে নাজারো এবং দলের সদস্যরা ব্রিটেন এবং অন্যান্য দেশের নতুন যুক্ত হওয়াদের সাক্ষাৎকার নিতো এবং প্রশিক্ষণ দিতো।
তদন্তে দেখা যায়, কীভাবে অন্য একটি প্রথম সারির দলের সদস্য ম্যাথু বাকারি পরিচালিত দুর্ধর্ষ একটি নয়া নাৎসি অনলাইন ফোরামের সাথে যুক্তরাজ্যের আদালতে চলমান একাধিক সন্ত্রাসী অভিযোগের সংযোগ আছে।
নাজারো, যে কিনা এফবিআই এবং পেন্টাগনের হয়ে কাজ করতো, ঘাঁটি তৈরি সময় রাশিয়ায় চলে যান।
গত নভেম্বরে, রাশিয়ান স্টেট টেলিভিশনে নাজারোর সাথে একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ করা হয়।
এসডব্লিউ/এমএন/এসএস/১৩০৫
আপনার মতামত জানানঃ