Trial Run

হেফাজতের নতুন আমির বাবুনগরী, কাসেমী মহাসচিব

দেশের ধর্ম ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং কেন্দ্রীয় মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী।

রবিবার সকাল সাড়ে ১০টায় হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় হিসাবে পরিচিত চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় সম্মেলন শেষে নতুন নেতৃত্বের ঘোষণা দেয়া হয়।

চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত এ সম্মেলনে সারাদেশ থেকে আসা হেফাজতের প্রায় সাড়ে তিন শতাধিক শীর্ষ মুরুব্বী অংশ নিয়েছেন।

সম্মেলনের শুরুতে হেফাজতের সাবেক সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে আহ্বায়ক করে ১২ সদস্যের সম্মেলন পরিচালনা কমিটি গঠন করা হয়। তাদের পরিচালনায় উপস্থিত নেতাদের সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর পর হেফাজত আমিরের পদ শূন্য হওয়ায় নতুন আমির এবং মহাসচিব নির্বাচনের জন্য এ সম্মেলন আহ্বান করা হয়।

প্রতিষ্ঠার ১০ বছর পর প্রথমবারের মত আয়োজিত এ সম্মেলনকে ঘিরে সারা দেশে হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

ইউএনবি

ছড়িয়ে দিনঃ
 • 2
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  2
  Shares

আপনার মতামত জানানঃ