করোনাভাইরাস সংক্রমণে বিপর্যস্ত ভারতে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস নামে এক ধরনের ছত্রাকের সংক্রমণ। এতে এরই মধ্যে চোখ হারিয়েছেন অনেক রোগী। এর চিকিৎসাও অত্যন্ত ব্যয়বহুল। এই প্রেক্ষাপটে ভারতের মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাসের কবলে এখন পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৫০০ পার। এই তথ্য জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি মহারাষ্ট্র রাজ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য নতুন চ্যালেঞ্জ ব্ল্যাক ফাঙ্গাস। রাজেশ তোপে বলেন, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০০ জন।
রাজেশ তোপে বলেন, ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগীদের চিকিৎসাসংক্রান্ত খরচের দায়িত্ব নেবে রাজ্য সরকার। এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই অনেকেই এর ব্যয়ভার বহন করতে পারছেন না। আগে দেড় লাখ টাকা পর্যন্ত রাজ্য সরকার খরচ করতে প্রস্তুত ছিল। এখন এ ক্ষেত্রে কিছু বদল আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য দুই লাখ রুপি পর্যন্ত ব্যয় করবে মহারাষ্ট্র সরকার। শুধু রেশন কার্ড থাকলেই এই সুবিধা পাওয়া যাবে।
এদিকে রাজস্থানে ইতোমধ্যে ১০০টি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। এর চিকিৎসার জন্য সোয়াই মান সিং হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। শুধু রাজস্থান নয়, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লিতেও দেখা মিলেছে এই ছত্রাকের সংক্রমণ।
প্রসঙ্গত, বহু করোনা রোগীর সেরে ওঠার পরে তাদের দেহে এই মিউকরমাইসিসিস বা ব্ল্যাক ফাঙ্গাস দেখা দিয়েছে। এর আগেও বহু রোগীর প্রাণ কেড়েছে এই ছত্রাক। ফুসফুস প্রতিস্থাপন কিংবা আইসিইউয়ে থাকা রোগীর ক্ষেত্রে ঘাতকের ভূমিকায় দেখা গিয়েছে এই ছত্রাককে।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) জানিয়েছে, মিউকরমাইকোসিস মুখে আক্রমণ করতে পারে। নাক, চোখ ও মস্তিষ্কে এর সংক্রমণ ঘটতে পারে। এ সংক্রমণে সাইনাসের ব্যথা, এক নাক বন্ধ হয়ে যাওয়া, মাথার এক পাশে ব্যথা, ফুলে যাওয়া, দাঁতে ব্যথাসহ নানা উপসর্গ দেখা দেয়। সংক্রমণে রোগী দৃষ্টিশক্তি হারাতে পারেন। এটা ফুসফুসেও ছড়িয়ে পড়তে পারে। বিশেষত ডায়াবেটিস রয়েছে—এমন কোভিড পজিটিভ রোগীদের এ ছত্রাকে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। কেননা, স্টেরয়েডের অপব্যবহার কোভিড-১৯ রোগীদের মধ্যে মিউকরমাইকোসিসের সংক্রমণ বাড়িয়ে দিতে পারে।
ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের হার বেড়েই চলেছে গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, রাজস্থান ও ঝাড়খন্ডে। ব্ল্যাক ফাঙ্গাসের মহামারি ঘোষণা করা হয়েছে রাজস্থানে।
এসডব্লিউ/এমএন/ এফএ/১৬২৩
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগীতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ