টুইটার হল বর্তমানে একটি জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং যোগাযোগ মাধ্যম, এর প্রতিষ্ঠাতা বা জনক হল জ্যাক ডোরসেই। তিনি ২০০৬ সালে এই সাইটটি প্রতিষ্ঠা করেন। বিশ্বে প্রায় ৬৯.৬ মিলিয়ন মানুষ টুইটার ব্যবহার করেন। বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, সেলিব্রিটি, কোনও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং কর্মীসহ সাধারণ মানুষ সকলে রয়েছে টুইটার ব্যবহারকারীর তালিকায়। এই মাধ্যমে মূলত ব্যবহারকারীরা ছোট ছোট ব্লগ পোস্ট করে থাকে। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন তাদের রাজনৈতিক বিচারধারা পোস্ট করে, ঠিক একই ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন কোনো পণ্য লঞ্চ করার হলে, সেটির বিষয়ও সংস্থার সিইওরা টুইটারে প্রকাশ করে।
বেশ কিছুদিন ধরে টুইটার তাদের নতুন সাবস্ক্রিপশন পরিষেবার ওপরে কাজ করছে বলে একটা গুঞ্জন শোনা গেছে। তবে এই বিষয়টি এখন আর গোপন নেই, তার কারণ বেশকিছু প্রযুক্তি গবেষক টুইটারের আসন্ন সাবস্ক্রিপশন পরিকল্পনাটি কেমন দেখতে হবে এবং তাতে কী বৈশিষ্ট্য থাকতে পারে তা উল্লেখ করেছেন।
গবেষক জেন মাঞ্চুন ওয়াং নিজের টুইটার অ্যাকাউন্টে মাইক্রোব্লগিং সাইটের আসন্ন সাবস্ক্রিপশন পরিষেবাটির কী নাম হতে পারে এবং তাতে কী বৈশিষ্ট্য থাকতে পারে তার একটি বিবরণ প্রকাশ করেছে। ওয়াং এর মতে, টুইটার তাদের আসন্ন সাবস্ক্রাইব সার্ভিসের নাম রাখতে পারে টুইটার ব্লু, যার সাবস্ক্রিপশনের মাসিক মূল্য হবে ২.৯৯ ডলার।
এর আগে গণমাধ্যমে প্রকাশিত একাধিক খবরে উঠে এসেছিল, সাবস্ক্রিপশন সেবাটিতে ‘আনডু টুইট’সহ নানাবিধ কার্যকরী ফিচারের দেখা মিলবে। টুইটারের নতুন পরিষেবাতে মিলতে পারে ‘কালেকশন’ এর একটি বৈশিষ্ট্য, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের করা টুইট এবং অন্য ব্যবহারকারীর টুইট সংরক্ষণ করে রাখতে পারবে। এর পাশাপাশি নতুন বৈশিষ্ট্যের ফলে ব্যবহারকারীরা খুব সহজে সংরক্ষিত টুইটগুলো শনাক্ত করতে সক্ষম হবে।
টুইটারের পোস্ট সংরক্ষণ করার পাশাপাশি ব্যবহারকারীরা তাদের টুইটগুলো ‘আনডু’ করার সুবিধাও পাবে। মাইক্রোব্লগিং সাইটের এই বৈশিষ্ট্যটি সর্বাধিক প্রতীক্ষিত আপডেটগুলোর মধ্যে একটি, বলে জাচ্ছেন প্রযুক্তি গবেষকরা। ব্যবহারকারীদের ভুল টুইট এবং যেকোন টুইট ‘আনডু’ করার জন্য পাঁচ সেকেন্ডের সময়সীমা মিলবে।
মাইক্রোব্লগিং মাধ্যমটি তার ব্লু সদস্যদের সঙ্গে স্ক্রলিং পরিষেবা দেবে বলেও মনে করা হচ্ছে। স্ক্রল একটি নিউজলেটার প্রকাশনা প্ল্যাটফর্ম, যেখানে লেখক এবং সাংবাদিকদের নিজস্ব নিউজলেটার পরিষেবা শুরু করতে সক্ষম হয়।
প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, টুইটার এ ব্যাপারে তাদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এনগ্যাজেট বলছে, সব তথ্য সঠিক হলে, ব্যাপারটি মোটেও অবাক করার মতো হবে না। এ কৌশলের মাধ্যমে তুলনামুলক অল্প দামে যত বেশি সম্ভব আগ্রহীদেরকে দলে টানবে মাইক্রোব্লগিং সাইটটি, এবং নিবেদিত ভক্তদের আরও বেশি খরচ করতে উৎসাহিত করবে তারা।
এদিকে টুইটার নিয়ে আসতে চলেছে তার ব্যবহারকারী গ্রাহকদের জন্য একটি নতুন ফিচার। টুইটারের এই নতুন ফিচারে ব্যবহারকারী সরাসরি টুইটার টাইমলাইন থেকে ইউটিউবের ভিডিও দেখতে পারবে। আগের মতো তাকে ভিডিও দেখার জন্য অন্য অ্যাপ বা টুইটার থেকে বেড়িয়ে যেতে হবে না।
টুইটার বন্ধ না করে টুইটারের টাইম লাইনে থাকা ইউটিউব ভিডিও দেখতে পারবে গ্রাহক। নতুন এই ফিচারের জন্য টুইটার পরীক্ষা শুরু করেছে। এই নতুন ফিচার চালু হবে আইওএস ফোনের জন্য। নতুন ফিচারের ফলে ব্যবহারকারীকে টুইটারে থাকা ভিডিও দেখার জন্য অন্য অ্যাপের ওপর ভরসা রাখতে হবে না।
অভিনেতা থেকে গায়ক আবার নেতা থেকে সাধারণ মানুষ সকলে প্রায় টুইটার ব্যবহার করে। সংবাদ বা ব্লগ লেখার একটা অন্যতম মাধ্যম টুইটার। সংবাদ বা নানা তথ্য টুইট করার পাশাপাশি অনেকে ভিডিও শেয়ার করে তাদের টাইমলাইনে। আর এই সমস্ত ভিডিও দেখতে গেলে ব্যবহারকারীকে অন্য অ্যাপের সাহায্য নিতে হয়।
তবে টুইটারের নতুন ফিচারে এবার থেকে টাইমলাইনে দেওয়া বিভিন্ন টুইট ভিডিওর লিঙ্ক অন্য অ্যাপের সাহায্য ছাড়ায় দেখা মিলবে টুইটারে। আসতে চলা নতুন ফিচারে শেয়ার করা ইউটিউবের লিঙ্কে ক্লিক করলেই ভিডিও টুইটের সঙ্গে দেখাবে টুইটার। তার পরে প্লে বাটানে ক্লিক করলে সেই ভিডিও দেখতে পারবে ব্যাবহারকারী।
এসডব্লিউ/এমএন/ এফএ/১২০৯
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ