সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর খবর ছড়ানো ও ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণার ঘটনা যেন দৈনন্দিন ঘটনায় রূপান্তরিত হয়ে গেছে। তবে ফেসবুক এবার কঠিন হাতে এটি দমন করতে ময়দানে নেমেছে। বিভ্রান্তিকর তথ্যের প্রচার ঠেকাতে নতুন একটি ফিচার আনছে ফেইসবুক। লিংকে ক্লিক করে ভেতরের খবর না পড়লে সেটি শেয়ারে নিরুৎসাহিত করবে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটি।
ফেইসবুক তাদের টুইটার পেজে নতুন ফিচারের একটি ছবি শেয়ার করেছে। সেখানে দেখা গেছে, লিংকে ক্লিক ছাড়া শেয়ার করতে গেলে একটা পপ-আপ মেসেজ আসছে। তাতে লেখা, ‘আর্টিকেল না খুলেই আপনি এটি শেয়ার করতে যাচ্ছেন।’
এরপরও সেটি শেয়ার করতে গেলে সতর্কবার্তায় ফেইসবুক এভাবে লিখছে, ‘না পড়ে আর্টিকেল শেয়ার করলে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার মিস করতে পারেন।’
প্রায় একই ধরনের একটি ফিচার গত বছর পরীক্ষা করেছিল ফেইসবুক। তিন মাসের পুরোনো আর্টিকেল শেয়ার করতে গেলে বাধা দিচ্ছিল কোম্পানিটি। গত বছর টুইটার একটি ফিচার যোগ করে। ভাইরাল স্টোরিতে রি-টুইট করার আগে ব্যবহারকারীদের আরেকবার বিবেচনা করতে বলছিল কোম্পানিটি।
ফেইসবুকের নতুন ফিচারের কার্যকরিতা এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ অঞ্চলে দেখা যায়নি। কোনো লিংকে ক্লিক করা ছাড়াই স্বাভাবিক শেয়ারের অপশন আসছে। তার মানে ফেইসবুক এখনো এটি প্রকাশ করেনি; অথবা সব দেশে উন্মুক্ত করেনি।
এর আগে ২২ মার্চ ফেসবুক কর্তৃপক্ষ জানায়, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ১৩০ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে তারা। ফেসবুকের একটি ব্লগ পোস্টের মাধ্যমে জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞদের দ্বারা ভুল তথ্য বলা হয়েছে এমন কোভিড১৯ ও টিকাদানের ১.২ কোটির বেশি কনটেন্ট সরিয়ে ফেলেছে ফেসবুক।
প্রসঙ্গত, করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে মিথ্যা দাবি ও ষড়যন্ত্র ফেসবুক ও টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হু হু করে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষও কোনও কিছু যাচাই না করেই তার ওপর বিশ্বাস করে বিভ্রান্ত হচ্ছেন। করোনা মহামারির সময়ও একাধিক মিথ্যা ও ভুয়ো দাবি করে খবর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়েছে, হোয়াটসঅ্যাপে তা ফরোয়ার্ড হয়েছে। এর আগেই ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে যদি কোনও ভুল তথ্য প্রকাশিত হয়, তাহলে বাতিল করা হবে সেই লিঙ্কটি।
সংস্থার কর্ণধার মার্ক জুকারবার্গ জানান, ফেসবুক বিশ্বের সব চেয়ে বড় সামাজিক প্ল্যাটফর্ম। এখান থেকেই ব্যবহারকারীরা বিভিন্ন খবর পেয়ে থাকেন। তাই গ্রাহকদের প্রতি ফেসবুকের দায়বদ্ধতা রয়েছে। ভ্যাকসিন সম্পর্কে কোনও ভুল তথ্য তুলে দিয়ে জনগনকে বিব্রত করবে না ফেসবুক। এতে ফেসবুকের প্রতি মানুষের আস্থা কমে যাবে।
এসডব্লিউ/এমএন/ এফএ/১১৫৩
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ