মুসলিমদের ইবাদতের মাস রমজানের প্রথম দিন গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সমর্থকরা ‘প্রকৃত মুসলমান নয়’ বলে মন্তব্য করেছেন তিনি। এ সময় তিনি আরো বলেন, ‘প্রকৃত কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।’
নিজে ব্যক্তিগত জীবনে কিভাবে ইসলাম চর্চা করেন সে সম্পর্ক কোন বর্ণনা না দিয়ে নুর বলেন, ‘তারা (আওয়ামী লীগ) মুসলমান না। তাদের কোন বিশ্বাস নেই। একটু খোঁজ নিয়ে দেখেন তাদের কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা।’
এক পর্যায়ে আওয়ামী লীগের প্রতি বিষোদগার করে নুর বলেন, ‘কোনো মুসলমান আওয়ামী লীগের সমর্থন করতে পারে না। যারা আওয়ামী লীগ সমর্থন করে তারা প্রকৃত মুসলমান নয়।’
সম্প্রতি হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের রিসোর্ট কাণ্ড সরকারের চাল এবং আওয়ামী লীগ এটা পরিকল্পিতভাবে করছে বলে মন্তব্য করেন নুর।
এছাড়াও নিজেকে শরিয়াহ আইনের ধারক মনে করা নুর বলেন, ‘তারা (আওয়ামী লীগ) শরিয়াহ এবং সুন্নাহ অনুসারে নিজেদের জীবনযাপন করছে না।’ তার এই ভাষার সঙ্গে হেফাজতের বক্তব্যের মিল রয়েছে যারা শরিয়াহ আইন অনুসারে দেশ পরিচালনার জন্য আন্দোলন করে যাচ্ছে।
সম্প্রতি ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের এবং হেফাজত নেতার ধর্ম অবমাননাকর তথ্যগুলোকে সরকারের চাল হিসেবে অ্যাখ্যায়িত করেন তিনি। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে তা করছে বলে মন্তব্য করেন সাবেক ডাকসু ভিপি।
এসডব্লিউ/এমএন/এসএস/১৭৩৩
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ