আমাদের সৌরজগতের বরফাচ্ছাদিত গ্রহ যেমন নেপচুন, ইউরেনাস কিংবা বৃহস্পতির উপগ্রহ ইউরোপায়ও থাকতে পারে প্লাস্টিক আইস VII। একটি আন্তর্জাতিক গবেষক দল সম্প্রতি প্লাস্টিক আইস VII তৈরি করতে সক্ষম হয়েছেন।
ফ্রান্সের ইনস্টিটুট লাউ ল্যাঙ্গেভিন (ILL)-এর বিজ্ঞানীরা উচ্চচাপ ও উচ্চতাপ প্রয়োগ করে এই নতুন ধরনের বরফ তৈরি করেন। গবেষণাটি সম্প্রতি নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
কঠিন (বরফ), তরল (পানি) এবং বাষ্প (গ্যাস)। তবে বিজ্ঞানীরা মনে করছেন, পৃথিবীর বাইরের গ্রহ-উপগ্রহে জলের এক ভিন্ন রূপ থাকতে পারে, যা ‘প্লাস্টিক আইস VII’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে এই গঠনের অস্তিত্ব নিয়ে তাত্ত্বিক গবেষণা চলছিল। কিন্তু এবার বিজ্ঞানীরা প্রথমবারের মতো এর বাস্তব প্রমাণ পেয়েছেন।
গবেষকরা পানি ৬ গিগাপাস্কাল পর্যন্ত চাপে সংকুচিত করে এবং ৩২৭°C (৬২০°F) তাপমাত্রায় উত্তপ্ত করে এই নতুন ধরনের বরফ তৈরি করেছেন। এই প্রক্রিয়ায় তারা কোয়াসি-ইলাস্টিক নিউট্রন স্ক্যাটারিং (QENS) পদ্ধতি ব্যবহার করেন, যা হাইড্রোজেন পরমাণুর গতি পর্যবেক্ষণ করতে সাহায্য করে। এটি প্রমাণ করে যে, উচ্চ তাপমাত্রা ও চাপে বরফ VII-এ থাকা হাইড্রোজেন পরমাণুগুলো অনন্যভাবে আবর্তিত হয়।
গবেষণার সঙ্গে যুক্ত পদার্থবিদ মারিয়া রেসিগনো বলেন, QENS পদ্ধতি এক্সোটিক পদার্থগত রূপান্তর অনুসন্ধানে গুরুত্বপূর্ণ সুবিধা দেয়, যা অন্যান্য স্পেকট্রোস্কোপিক পদ্ধতিতে পাওয়া যায় না।
প্লাস্টিক আইস VII-এর বৈশিষ্ট্য হলো এটি কঠিন বরফ ও তরল জলের সংমিশ্রণ। এর অভ্যন্তরীণ গঠন একধরনের আন্তঃসংযুক্ত জালিকার মতো, যেখানে হাইড্রোজেন পরমাণুগুলোর বিন্যাস কিছুটা অগোছালো থাকে।
তবে, বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন যে, প্লাস্টিক আইস VII গলে গেলে এর গঠন কীভাবে পরিবর্তিত হয়। কেউ কেউ মনে করেন, এটির অণুগুলো আগের অবস্থানেই থাকে, শুধু হাইড্রোজেন পরমাণুগুলো স্থান পরিবর্তন করে।
গবেষকদের মতে, নেপচুন, ইউরেনাস বা বৃহস্পতির ইউরোপার মতো গ্রহ ও উপগ্রহেও অতীতে প্লাস্টিক আইস VII বিদ্যমান ছিল।
এই আবিষ্কার বরফাচ্ছাদিত গ্রহগুলোর ভূতাত্ত্বিক কার্যকলাপ ও গঠনবৈচিত্র্য বুঝতে সহায়তা করতে পারে।
আপনার মতামত জানানঃ