স্টেটওয়াচ রিসার্চ নেটওয়ার্ক কাজ করছে বাংলাদেশে আইনপ্রয়োগের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা সংক্রান্ত বাস্তবতা নিয়ে। এর অংশ হিসেবে স্টেটওয়াচ নিউজে আমরা প্রতিদিনকার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গণমাধ্যম সংক্রান্ত খবরাখবরগুলো সংক্ষেপে তুলে ধরার উদ্যোগ নিয়েছি। প্রতিদিন নিম্নোক্ত মাধ্যমসমূহ থেকে সংবাদগুলো সংগ্রহ ও তা নথিবদ্ধ করছে আমাদের কর্মীরা: প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, সমকাল, নয়া দিগন্ত, ইত্তেফাক, দেশ রূপান্তর, ডেইলি স্টার, নিউ এজ, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, বাংলা ট্রিবিউন, বিডিনিউজ২৪ ডটকম, আমাদের সময়, মানবজমিন। আমরা আশা করি, এই প্রতিবেদন নিয়মিত প্রকাশের মাধ্যমে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার আরো শক্তিশালী হবে।
১৭ জানুয়ারি ২০২১, রবিবার, ৩ মাঘ ১৪২৭, পত্র-পত্রিকায় প্রকাশিত
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম সংক্রান্ত নির্বাচিত খবরের সার-সংক্ষেপ।
দাগনভূঞাঁয় ককটেল বিস্ফোরণে পুলিশ, আনসারসহ আহত ৫
যুগান্তর
বিভাগ: রাষ্ট্রীয় বাহিনী
ফেনীর দাগনভূঞাঁ পৌরসভা নির্বাচনে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ আনসারসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে পৌরসভার গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্য মাখন বড়ুয়া, আনসার সদস্য মো. আরিফুল, ওমর ফারুক ও ছাত্রলীগের সুজন ও তারেক আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সকাল ৮টা থেকেই ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার দৃশ্য ছিল চোখে পড়ার মতো। তবে কিছু কেন্দ্রে দেখা যায়, নৌকার এজেন্টরা ভোট কক্ষের গোপন ব্যালট রুমে অবস্থান নিয়েছেন। এছাড়া প্রথমবারে ইভিএম মেশিনে ভোট দিতে এসে ব্যাপক বিড়ম্বনায় শিকার হয়েছেন ভোটাররা। এ নিয়ে অস্বস্তিতে পড়েন ভোটগ্রহণ কর্মকর্তারা।
প্রিসাইডিং অফিসার গোফরান উদ্দিন বলেন, ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়।
কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বিভাগ: রাষ্ট্রীয় বাহিনী
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ড পাওয়া এক কয়েদি মারা গেছেন। শনিবার সকালে প্রয়াত কান্তি মারাক (৪৪) শেরপুরের নালিতাবাড়ী থানার পানিহাতা কেকামারি এলাকার নিতিশ মান্দার ছেলে বলে জানিয়েছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন।
তিনি জানান, নালিতাবাড়ী থানার এক নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত কান্তি মারাক প্রায় তিন বছর ধরে কারাগারে ছিলেন।“কান্তি মারাক বেশ কিছুদিন ধরে যক্ষা রোগে ভুগছিলেন এবং কারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাও নিচ্ছিলেন।”
তিনি জানান, শনিবার সকাল ৭টার দিকে কান্তি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সকাল ৮টার দিকে কান্তি মারাককে মৃত ঘোষণা করেন।
‘সাংবাদিক আবু সাঈদের বিরুদ্ধে কটূক্তি এবং মিথ্যাচার গোটা সংবাদমাধ্যমের প্রতি আঘাত’
কালের কন্ঠ
বিভাগ: গণমাধ্যম
বিশিষ্ট সাংবাদিক, লেখক, কলামিস্ট ও দৈনিক সমকালের উপ-সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য ও বিভিন্ন ধরনের কটূক্তির গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। আজ শনিবার পৃথক বিবৃতিতে এ উদ্বেগ জানায় ঢাকায় কর্মরত বৃহত্তর সাংবাদিক ফোরাম ঢাকাসহ আরো ৫ জেলার সাংবাদিক সংগঠন।
বিবৃতিতে বলা হয়, গত ৬ জানুয়ারি ২০২১ ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুরে এক অনুষ্ঠানে সাংবাদিক আবু সাঈদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার। একজন প্রথিতযশা সাংবাদিক ও কলম সৈনিকের বিরুদ্ধে এহেন আপত্তিকর বক্তব্য, কটুক্তি এবং মিথ্যাচার গোটা সংবাদমাধ্যমের প্রতি আঘাত এবং একই সঙ্গে গর্হিত অপরাধের সামিল। এমনকি এ বক্তব্য মহান মুক্তিযুদ্ধের একজন বীর সৈনিকের অবমাননাও বটে। তাই এডভোকেট শামসুল হক ভোলা মাস্টারকে এ বক্তব্য প্রত্যাহারসহ জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় সংবাদপত্র জগতের সংশ্লিষ্ট সবাই মিলে অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
সাংবাদিক জুলহাস হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
কালের কন্ঠ
বিভাগ: গণমাধ্যম
ঢাকার ধামরাইয়ে সাংবাদিক জুলহাস উদ্দিনকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করার ঘটনায় জড়িত আনিসুর রহমান নামের এক আসামিকে শনিবার রাত ১০টার দিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন তাকে গ্রেপ্তার করেন। দীর্ঘ চার মাস দুদিন পর পলাতক থাকার পর পুলিশের হাতে গ্রেপ্তার হন আনিস। এ মামলার প্রধান আসামি শাহীন ও তাঁর খালাতো ভাই মানিকগঞ্জ সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আনিসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, প্রযুক্তি ব্যবহার করে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে দুরপাল্লা যাত্রীবাহী পরিবহনের বিভিন্ন ধরণের বাস কাউন্টারের সামনে থেকে আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, অবস্থান পরিবর্তনের জন্য সম্ভবত কোথাও যাওয়ার উদ্দেশ্যে দুরপাল্লা যাত্রীবাহী বাস কাউন্টারে গিয়েছিলেন আনিস। তিনি আরো বলেন, হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
DMP bans arms, explosives, rallies around parliament
The Daily Star
Category: State Force
Dhaka Metropolitan Police (DMP) has imposed a ban on organising rallies and moving with explosives in and around the parliament, which begins its new session tomorrow. The DMP restrictions will be effective from 12am on Sunday night, ahead of the 11th session of the 11th parliament.
DMP has banned carrying of arms, explosives and other harmful materials, as well as rallies, processions and agitation in and around Jatiya Sangsad Bhaban. The restrictions have been imposed to maintain law and order in and around the parliament area during the coming session, said DMP Commissioner Md Shafiqul Islam yesterday.
The ban will be in force till the end of the session.
আপনার মতামত জানানঃ