শিশুদের জন্য গাজা কবরস্থানে পরিণত হচ্ছে। ইসরাইলের আকাশ থেকে বোমা হামলা আরও তীব্র হওয়ার পর এ সতর্কবার্তা উচ্চারণ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। তিনি বলেছেন, প্রতিটি ঘণ্টায় মানবিক যুদ্ধবিরতি অতি জরুরি হয়ে পড়েছে।
এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের এজেন্সিগুলো গাজা ও ইসরাইলে বেসামরিক লোকজন হত্যাকে ভয়াবহ বলে উল্লেখ করেছে। ইসরাইল এবং ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
ওদিকে ৭ই অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে গেছে। এ সংখ্যা এখন কমপক্ষে ১০,০২২। এর মধ্যে কমপক্ষে ৪,১০৪টি শিশু আছে। বেসামরিক লোকজনকে টার্গেট না করে যোদ্ধাগোষ্ঠী হামাসকে টার্গেট করে হামলা চালানোর কথা বলেছে ইসরাইল।
কিন্তু এতগুলো নিষ্পাপ শিশুর মৃত্যু কী তাদের সেই দাবির পক্ষে যথার্থ! প্রতিদিন যেভাবে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার চিত্র প্রকাশ পাচ্ছে, হামলায় হাত-পা ভেঙে যাওয়া রক্তাক্ত শিশুকে যখন জবাই করার মুরগির মতো থর থর করে কাঁপতে দেখা যায়, অসহায়ের মতো তাকিয়ে ভয়ে তাদের চোখ বিস্ফারিত- তখন কোন যুক্তিতে এই হামলার পক্ষে সাফাই গাওয়া যায়!
ঠিক এমন সময়ে দম্ভ করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবিসি নিউজকে বলেছেন, যুদ্ধ যখন শেষ হয়ে যাবে তখন গাজার পুরো নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবে ইসরাইল। তার এই কথা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ।
নেতানিয়াহু বলেছেন, অনির্দিষ্ট সময়ের জন্য গাজা উপত্যকার সার্বিক নিরাপত্তা নিয়ে নেবে ইসরাইল। ওদিকে সোমবার ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা ২৪ ঘন্টায় হামাসের ৪৫০টি টার্গেটে হামলা করেছে। এর মধ্যে আছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী লঞ্চ প্যাড।
অনলাইন আল জাজিরা বলছে, জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মানসুর ইসরাইলের ক্রাইমের জন্য তাদের জবাবদিহিতা দাবি করেছেন। জাতিসংঘের যুদ্ধবিরতির চুক্তি আটকে দেয়ার জন্য তিনি দায়ী করেছেন যুক্তরাষ্ট্রকে।
ওদিকে গাজায় রেডক্রিসেন্ট জরুরি সহায়তার আপিল জানিয়েছে। তারা বলেছে, গাজায় আল কুদস হাসপাতাল এবং আল আওদা হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে ৪৮ ঘন্টার মধ্যে।
রোববার মধ্যপ্রাচ্যে মোতায়েন হয়েছে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন। এটি একটি গাইডেড মিসাইল সাবমেরিন। পারমাণবিক অস্ত্র নিক্ষেপের সক্ষমতা নেই তার। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এপি।
সোমবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট রাইডার বলেন, ওহাইও-শ্রেণির এই সাবমেরিনটি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্রশস্ত্র সুরক্ষায় সহায়ক সমর্থন দেবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সাবমেরিনটির একটি ছবি প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যায়, লোহিত সাগরের সুয়েজ ক্যানাল দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে তা।
আপনার মতামত জানানঃ