দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দণ্ড দেওয়ার প্রতিবাদে ফরিদপুরে গতকাল বুধবার দুপুরে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন।
এ মিছিলে হামলা চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে ছাত্রলীগ। আজ বেলা তিনটার দিকে শহরের জনতা ব্যাংকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পরে শহরের কাঠপট্টি এলাকায় ফরিদ শাহ্ সড়কের মনা প্লাজায় অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা করে ভাঙচুর করেন ছাত্রলীগের নেতারা-কর্মীরা।
বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, পুলিশের সামনে তাদের ওপর এবং তাদের কার্যালয়ে হামলা করা হলেও কোনো ভূমিকা নেয়নি পুলিশ।
দলীয় সূত্রে জানা যায়, বেলা তিনটার দিতে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে করা মামলায় রায়ের খবর পেয়ে দলীয় কার্যালয়ের নিচে জড়ো হন নেতা-কর্মীরা। এরপর তারা প্রতিবাদ মিছিল বের করেন।
মিছিলটি ফরিদ শাহ্ সড়ক হয়ে চকবাজারের মোড় হয়ে থানা রোড ধরে জনতা ব্যাংকের মোড়ে পৌঁছায়। সেখানে জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া জনতা ব্যাংকের মোড়ে অবস্থিত ট্রাফিক আইল্যান্ডের ওপর দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ কে কিবরিয়ার বক্তব্য দেওয়ার সময় শহরের নিলটুলী এলাকা থেকে মুজিব সড়ক ধরে অন্তত ৫০-৬০ জন লাঠি, রড নিয়ে সেখানে হামলা চালান। এ সময় বিএনপির নেতা-কর্মীরা দ্রুত বিভিন্ন পথ দিয়ে জনতা ব্যাংকের মোড় এলাকা ত্যাগ করেন। পরে তাঁরা বিএনপির অফিসে হামলা চালান।
বিএনপির নেতা-কর্মীরা বলেন, পথসভায় হামলার পর পুলিশের উপস্থিতিতেই শহরের থানার মোড়ে একত্রিত হয়ে মিছিল করতে করতে প্রেসক্লাবের দিকে ফিরে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা।
পরে তারা ফরিদ শাহ্ সড়কের মনা প্লাজায় অবস্থিত বিএনপির কার্যালয়ে যান। মনা প্লাজার চারতলায় জেলা বিএনপির কার্যালয় অবস্থিত। ছাত্রলীগের কর্মীরা সেখানে উঠে ইট-পাটকেল ছোড়েন। তবে কার্যালয় ওই সময় তালাবদ্ধ থাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়নি।
জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিতে হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই সময় এলাকায় পুলিশ দাঁড়িয়ে থাকলেও তারা এ হামলা ঠেকাতে কোনো ভূমিকা রাখেনি। বিএনপির নেতা-কর্মীরা দ্রুত সরে যাওয়ায় কেউ বড় রকমের আঘাত পায়নি।’
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী বলেন, শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে বাধা দেয় না ছাত্রলীগ। আজ যে হামলার কথা বলা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। এ জাতীয় কোনো ঘটনাই আজ ঘটেনি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, বিএনপিকে অনুরোধ করা হয়েছিল দলীয় অফিসের সামনে তাঁদের কর্মসূচি পালন করতে। কিন্তু তারা তা না করে মিছিল করে জনতা ব্যাংকের মোড় এলাকায় আসে। ওই সময় ছাত্রলীগের একটি মিছিল এসে পড়েছিল। তবে কোনো হামলার ঘটনা ঘটেনি
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের কর্মসূচিতে হামলা করেছে ছাত্রলীগ। এ হামলায় নুরসহ ২৫ জন আহত হয়েছেন।
বুধবার (২ আগস্ট) বিকেল গণ অধিকার পরিষদ (নুর পন্থীরা) ঢাবির টিএসসিতে বিক্ষোভ মিছিল করলে এই হামলা করা হয়।
ওই হামলায় আহতদের মধ্যে রয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, সহ-সভাপতি সাব্বির হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, তিতুমীর কলেজ শাখার সভাপতি নেওয়াজ খান বাপ্পি, সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি কাওসার আলি, ঢাকা কলেজের রাকিব হাসান, বাঙলা কলেজ শাখার সেক্রেটারি আকাশ চৌধুরী, সাবেক ছাত্রনেতা আব্দুজ জাহের, সাদ শিকদার, রাজিব হোসেন, ঢাকা মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মেহেরাব মেহেদী ও লালবাগ থানা ইউসুফ রায়হানসহ প্রায় ২৫ জন নেতাকর্মী।
গণ অধিকার পরিষদ নেতা আবু হানিফ বলেন, গণ অধিকার পরিষদ বিক্ষোভ মিছিল করলে একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।
এসডব্লিউএসএস/১৮২০
আপনার মতামত জানানঃ