ইন্টিলিজেন্স অনলাইনের ৬ অক্টোবর ২০২২ এর প্রতিবেদন অনুযায়ী বার্কলে এডভাইজরির প্রধান ব্রিটিশ ব্যবসায়ী হাসিব চৌধুরী, বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স প্রোগ্রামের মূল কারিগর।
সূত্রানুসারে, হাসিব চৌধুরী বাংলাদেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা নজরদারী সরঞ্জাম সরবরাহের একজন অন্যতম কর্তাব্যক্তি। সম্প্রতি তিনি তুকান প্লাটফর্ম ভিত্তিক টেলিগ্রামে আড়িপাতার যন্ত্র স্থানীয় সরবরাহ প্রতিষ্ঠান ইজ্জী কমিউনিকেশনের মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব (বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত বাহিনী) কে সরবরাহ করেছেন। এখানে উল্লখ্য যে, ইজ্জী অসংখ্য সাইবার-ইন্টেলিজেন্স কোম্পানির স্থানীয় অংশীদার; যার মধ্যে আছে সেলিব্রাইট, গাম্মা গ্রুপ, ইউটিম্যাকো এবং থার্টি-ওয়ান মাইন্ড।
যখন টেলিগ্রামে ব্যক্তিগত ম্যাসেজের লিংক বিনিময় করা হয়, ওই মুহূর্তেই তুকান সফটওয়্যারটি ব্যবহারকারীদের ব্যক্তিগত ম্যাসেজ সংগ্রহ করে; যার মধ্যে আছে সর্বজনীন ও ব্যক্তিগত কথোপকথন এবং ম্যাসেজ আদান প্রদান। একই সাথে তুকান এই ম্যাসেজগুলোর ইমোশনাল অ্যানালাইসিসও করতে সক্ষম।
পাশাপাশি তুকান টেলিগ্রাম থেকে সংগৃহীত এইসব তথ্যের মাধ্যমে ব্যবহারকারীর টেলিফোন নাম্বার ও ইউজারনেইম অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক, ম্যাসেজিং সিস্টেমের সাথেও স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে।
বৈধ ইন্টারসেপশন প্লাটফর্ম প্রোগ্রাম
হাসিব চৌধুরী লন্ডনে রেজিস্টারকৃত কন্সালটেন্সি প্রতিষ্ঠান বার্কলে এডভাইজরির প্রধান, যেটা তিনি বাংলাদেশি মোহাম্মদ শাহিদুর রহমানের সাথে যৌথভাবে পরিচালনা করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে সাহায্য করেন বাংলাদেশের প্রতিরক্ষা ও গোয়েন্দা বিষয়ক বানিজ্যে যুক্ত হতে, বিশেষ করে বৈধ ইন্টারসেপশন ও সাইবার ইন্টেলিজেন্স-এর ক্ষেত্রে।
আমাদের সূত্রানুযায়ী, তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি, যা যুক্তরাষ্ট্রের এনএসএর আদলে গঠিত) সমন্বিত বৈধ ইন্টারসেপশন সিস্টেম (Integrated Lawful Interception System) এর সাথেও (আইএলআইএস) জড়িত রয়েছেন।
গোটা দেশেই তার উপস্থিতি
লন্ডন থেকে হাসিব চৌধুরী বাংলাদেশেকে কেন্দ্র করে বেশ কয়েকটি কোম্পানি পরিচালনা করেন। বার্কলের পাশাপাশি তিনি ইস্টার্ন ফিনিক্সেরও প্রধান, যেটি তিনি ২০১৩ সালে প্রতিষ্ঠা করেন যা তিনি বাংলাদেশী ব্যবসায়ী আমরিন জামানের সাথে যৌথভাবে পরিচালনা করেন। এই কোম্পানিটি ২০১৭ সালে একবার দেশের তরলিত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল নিলামের দায়িত্বে ছিল।
অতীতে হাসিব চৌধুরী ইম্পোর্ট-এক্সপোর্ট ব্যবসায়ী নাভিদ চৌধুরীর সাথে মেটাট্রন কনসালটেন্সি পরিচালনা করেছেন।
ইন্টেলিজেন্স অনলাইন একটি ডিজিটাল প্রকাশনা যা বিভিন্ন দেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (ডিজিএসই, সিআইএ, এনএসএ, এমআই 6, বিএনডি, এসভিআর) ইত্যাদিকে লক্ষ্য করে বৈশ্বিক ইন্টিলিজেন্স কমিউনিটির বিভিন্ন অগ্রগতি মূলক বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে।
এটি একটি প্যারিস ভিত্তিক প্রতিষ্ঠান এবং দুটি ভাষায় (ফরাসি এবং ইংরেজি) ইন্ডিগো পাবলিকেশনস দ্বারা প্রকাশিত হয়। এর প্রধান সম্পাদক পিয়েরে গ্যাস্টিনিউ।
মূল প্রতিবেদনের সুত্রঃ
আপনার মতামত জানানঃ