স্বামী-স্ত্রীর একে অপরের সম্পত্তির উপর অধিকার থাকবে, এ এক প্রকার স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। কিন্তু আইনে বিয়ের স্বীকৃতি নেই এমন দেশে যুগল যদি হন সমকামী, তা হলে কী হবে?
রক্তের সম্পর্ক কিংবা আইন মেনে বিবাহ, এই দু’টি ছাড়া ব্যাংক কিংবা জীবন বিমার ‘নমিনি’ কেউ হতে পারেন না। ফলে বহু বছর ধরে একসঙ্গে ঘর করেও একে অপরকে খাতায়-কলমে এমন কোনও অধিকার দিতে পারছিলেন না কলকাতা শহরের সমকামী যুগল সুচন্দ্রা দাস ও শ্রী মুখোপাধ্যায়। এবার যেন সেই বাধা কাটতে যাচ্ছে। জীবন বীমা, ব্যাংকের অ্যাকাউন্টে সঙ্গীকে ‘নমিনি’ করতে পারবেন সমকামীরা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, একটি আবেদন গিয়েছিল লাইফ ‘ইনসিওরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া’ (এলআইসি)-তে। সেখানে জানতে চাওয়া হয়েছিল, কোনও বীমায় নমিনির নাম কি বদলানো যায়? বদলে যার নাম দেওয়া হবে তার সঙ্গে কি আইনি কোনও সম্পর্ক থাকা জরুরি?
উত্তরে এলআইসির পক্ষে জানানো হয়েছে, নমিনির নাম বদলানো যায় এবং এমন কোনও নিয়ম নেই যে খাতায়-কলমে স্বীকৃত সম্পর্ক ছাড়া কাউকে বীমার নমিনি করা যাবে না। অর্থাৎ, বিয়ে কিংবা রক্তের সম্পর্কের বাইরেও কাউকে নিজের জীবন বীমার নমিনি করা যায়।
তবে এখানেও একটি প্রশ্ন ওঠে। নমিনি আর উত্তরাধিকারী কিন্তু এক নয়। যিনি নমিনি, তিনি বীমার টাকা তুলতে পারবেন। তবে আইনত তা দিয়ে দিতে হবে উত্তরাধিকারীকে।
এ দেশে সমকামী বিবাহ যেহেতু বৈধ নয়, তাই সমকামীরা বীমা কিংবা ব্যাংকে সঙ্গীকে স্বামী বা স্ত্রী হিসাবে নমিনি করতে পারবেন না। কিন্তু সাধারণত যে বলে দেওয়া হয় বিয়ে কিংবা রক্তের সম্পর্ক না থাকলে নমিনি করাই যাবে না, অন্তত সেই ভুল ধারণা কাটল।
তবে উপায়ও রয়েছে।উইল করা যায়। সেখানে নিজের সঙ্গীকে সেই টাকার উত্তরাধিকারী করে দেওয়া যাবে। তবেই নমিনি পাবেন বীমার টাকা।
আর একটি আবেদন জমা পড়েছিল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)-য়। সেখানেও একই বিষয়ে জানতে চাওয়া হয়। বিয়ে কিংবা রক্তের সম্পর্কের বাইরে কি কাউকে নমিনি করা যেতে পারে? এই প্রশ্নের সরাসরি উত্তর মেলেনি। তবে আরবিআই-এর তরফে জানানো হয়েছে, নমিনির সঙ্গে বিয়ে বা রক্তের সম্পর্ক থাকা বাধ্যতামূলক নয়।
সুচন্দ্রা আনন্দবাজারকে বলেন, ‘‘আরবিআই-এর উত্তর স্পষ্ট নয়। তবে এ কথা বোঝা গেছে যে, নিজের পছন্দের কাউকে নমিনি করতে আইনি কোনও বাধা নেই।’’
তিনি বলেন, ‘‘এ দেশে সমকামী বিবাহ যেহেতু বৈধ নয়, তাই সমকামীরা বীমা কিংবা ব্যাংকে সঙ্গীকে স্বামী বা স্ত্রী হিসাবে নমিনি করতে পারবেন না। কিন্তু সাধারণত যে বলে দেওয়া হয় বিয়ে কিংবা রক্তের সম্পর্ক না থাকলে নমিনি করাই যাবে না, অন্তত সেই ভুল ধারণা কাটল। লড়াই আরও বাকি আছে। তবে এই উত্তর আমাদের মতো অনেককেই এগিয়ে যেতে সাহায্য করবে।
এর আগে, লিঙ্গবৈষম্য দূরীকরণে সমকামী যুগলের জন্য এক যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে ভারতের এক বেসরকারি ব্যাংক। সমকামী যুগল ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন বলে গত বছর এক ঘোষণা দিয়েছিল ব্যাংকটি। ব্যাংকের এমন ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছিলেন দেশটির সমকামীরা। এতে একসাথে অ্যাকাউন্ট খোলা গেলে কিছুটা হলেও সামাজিক স্বীকৃতি মিলবে বলে আশা তাদের।
সাধারণত, ভারতে সমকামী সম্পর্ক আইনত অপরাধ নয়। বিয়ের স্বাধীনতা এখনও না পেলেও সমকামী যুগল একসঙ্গে বসবাস করলে তা আইনের চোখে শাস্তিযোগ্য নয়। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের সে রায়ের তিন বছর পূর্তি উপলক্ষেই বেসরকারি ব্যাংকের নতুন ও-ই সিদ্ধান্ত।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৩০৩
আপনার মতামত জানানঃ