শ্রীলঙ্কায় স্বাধীনতা-উত্তর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে জনগণের তোপের মুখে পড়েছে দেশটির সরকার। প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী তো বটেই, জনরোষ থেকে ছাড় পাচ্ছেন না লঙ্কান মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও। পথ আটকে তাদের ওপর যেমন শারীরিক আক্রমণের ঘটনা ঘটেছে, তেমনি আগুন লাগানো হয়েছে নেতাদের বাড়িগাড়িতে।
কয়েক সপ্তাহ ধরে শ্রীলঙ্কায় দুর্নীতিবাজ ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে সাধারণ জনগণ। শ্রীলঙ্কার টালমাটাল পরিস্থিতি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে, যদি সরকারগুলো দরিদ্রদের সাহায্য না করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান সতর্ক করে এ তথ্য জানিয়েছেন। রোববার (২২ মে) শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভ বলেন, সরকারগুলোর প্রয়োজন খাদ্য ও জ্বালানির ক্ষেত্রে সমাজের দরিদ্র মানুষদের সাহায্য করা, বিশেষ করে ভর্তুকির মাধ্যমে। তা নাহলে শ্রীলঙ্কার চিত্র অন্য দেশেও দেখা যেতে পারে। কারণ পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মানুষ সংগ্রাম করছে বলেও জানান তিনি।
ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, যথাযথভাবে লক্ষ্য নির্ধারণ করে অগ্রাধিকারেরভিত্তিতে ভর্তুকি দিয়ে সাহায্য করা প্রয়োজন। অনেক সরকার সাহায্য দিচ্ছে। তবে সমালোচকরা বলছেন, এ সাহায্য যথেষ্ট নয়।
আইএমএফের প্রধান বলেন, যেহেতু মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। সেক্ষেত্রে দুইটি প্রধান বিকল্প রয়েছে। প্রথমত, সমাজের মধ্যে যারা বেশি দরিদ্র তাদের খাদ্য ও জ্বালানি সহায়তায় অগ্রাধিকার দেওয়া। দ্বিতীয়ত, ইউক্রেন যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা।
সমৃদ্ধি বাড়াতে ও অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সরকারগুলোর সঙ্গে কাজ করেছে আইএমএফ। তবে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দেশে দেশে চ্যালেঞ্জ বেড়েছে।
সরকারের যথাযথ সমর্থনের অভাবে শ্রীলঙ্কায় যে সরকারবিরোধী বিক্ষোভ দেখা গেছে তা অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে।
ক্রিস্টালিনা জর্জিয়েভ উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারের যথাযথ সমর্থনের অভাবে শ্রীলঙ্কায় যে সরকারবিরোধী বিক্ষোভ দেখা গেছে তা অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে।
এদিকে ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধ আর খরায় বিশ্বজুড়ে বেড়ে চলছে খাদ্য শস্য, ভোজ্য তেল, জ্বালানি আর সারের দাম৷ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে চলায় ক্ষুব্ধ ইন্দোনেশিয়া থেকে শুরু করে পেরুর মানুষ৷
জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদন থেকে জানা যায়, ২৩ এপ্রিল প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজের বিরুদ্ধে রাস্তায় নামেন কৃষকরা৷ ব্যাপক মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে তার সরকারের নেয়া নীতিতে ক্ষুব্ধ তারা৷ অভ্যন্তরীণ বাজার সামলাতে গম আর ভুট্টা রপ্তানিতে ১২ শতাংশ এবং সয়া, আটা ও রান্নার তেল রপ্তানির উপর ৩৩ শতাংশ কর আরোপ করেছে দেশটির সরকার৷
গত ২৮ এপ্রিল থেকে পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ইন্দোনেশিয়া৷ এরপর রপ্তানিমুখী অনেক পাম মিল কৃষকদের কাছ থেকে পাম ফল কেনা বন্ধ করে৷ এতে বিপাকে পড়েন কৃষকরা৷ প্রতিবাদে রাজধানী জাকার্তাসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন তারা৷ তবে সরকার বলছে অভ্যন্তরীণ বাজারে লক্ষ্যমাত্রা অনুযায়ী দাম কমে না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে৷
জ্বালানি ও খাদ্যের মূল্য বৃদ্ধিতে এথেন্সে মে দিবসের র্যালিতে বিক্ষোভ করেন শ্রমিকরা৷ মার্চে গ্রিসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক নয় শতাংশে যা গত ২৭ বছরের মধ্যে সর্বোচ্চ৷
জীবনযাত্রার ব্যয় আর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাইপ্রাসের দুগ্ধজাত খামারিরা৷ ১৮ মে রাজধানী নিকোসিয়ায় প্রেসিডেন্ট ভবনের সামনে টনকে টন দুধ ফেলে এর বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা৷
সরকার ভর্তুকি তুলে নেয়ায় ইরানে আটায় তৈরি বিভিন্ন খাদ্যের দাম ছয়গুণ বেড়েছে৷ বেড়েছে ভোজ্য তেল ও দুগ্ধজাত খাবারের দামও৷ আগে থেকে সংকটে থাকা ইরানের মানুষের জন্য এই পরিস্থিতি ভয়ানক চাপে ফেলেছে৷ মে থেকে এর প্রতিবাদ করে যাচ্ছেন মানুষ৷
খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে নিয়মিত রাস্তায় ব্যারিকেড দিচ্ছেন পেরুর মানুষ৷ পরিস্থিতি সামলাতে মহাসড়কে সেনা নামিয়েছে দেশটির সরকার৷ ক্ষুব্ধ জনতাকে সামলাতে এপ্রিলে লিমাতে কারফিউ জারি করে৷ গত দুই যুগেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি মূল্যস্ফীতিতে ভুগছে লাতিন অ্যামেরিকার দেশ পেরু৷
খাদ্যমূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ চিলির মানুষ৷ ২৫ মার্চ দেশটির শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তায় নামেন৷ এসময় পুলিশের গুলিতে এক ছাত্র আহত হয়৷ চিলিতে প্রতি মাসে ছয় লাখ ৪০ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসে ৪১ ডলার করে খাদ্য ভাতা দেয়া হয়৷ মূল্যস্ফীতি বাড়ায় শিক্ষার্থীরা এই ভর্তুকি বাড়ানোর দাবি জানিয়ে আসছে৷
খাদ্যমূল্য বৃদ্ধিতে গত জানুয়ারি থেকে বিক্ষোভ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে৷ ২০১৯ সাল থেকেই অর্থনৈতিক সংকটে দেশটি৷
খাদ্যমূল্যসহ জীবনযাত্রার ব্যয়ে বিপর্যন্ত কেনিয়ার মানুষও৷ বিভিন্ন দাবিতে ১৭ মে বিক্ষোভ করেন দেশটির মানুষ৷
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৮৩৫
আপনার মতামত জানানঃ