ইউক্রেনের উত্তর-পূর্ব সীমান্ত, ক্রিমিয়া ও রাজধানী কিয়েভে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। পাল্টা প্রতিরোধের কথা জানিয়েছে ইউক্রেনও। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এরই মধ্যে রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।
পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে বৈশ্বিক পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন।
এদিকে, ইউক্রেনে হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন রাষ্ট্র। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন অভিযানকে ‘বিনা উসকানিতে হামলা ও অন্যায্য’ বলে আখ্যা দিয়েছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাশিয়ার সেনাদের ফিরিয়ে নিতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার বোমা হামলায় নিহত ৭ আহত ১৯
ইউক্রেনের পুলিশ দাবি করেছে, রাশিয়ার সামরিক হামলায় ইউক্রেনের সাতজন নাগরিক নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বলছে, সামরিক স্থাপনা পোডিলস্কে হামলা করেছে রাশিয়া। পোডিলস্কের পাশের ওডেসা এলাকায় বোমা হামলা মারা গেছেন ৬ জন। এতে আহত হয়েছে সাতজন। নিখোঁজ রয়েছে ১৯ জন মানুষ। এছাড়া মারিয়ুপল এলাকায় বোমা হামলায় মারা গেছেন একজন।
এর আগে বৃহস্পতিবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেন। এরপর থেকে ইউক্রেনের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। দেশটির অন্যান্য স্থান থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
এদিকে বিবিসির সাংবাদিকেরা বলছেন, ইউক্রেনের চারপাশ দিয়ে রুশ সেনারা ঢুকে পড়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও রক্তপাত এড়াতে ইউক্রেনের সেনাদের অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার হামলার মুখে ইউক্রেনের রাজধানী কিয়েভ ছাড়ছেন দেশটির নাগরিকরা। কিয়েভের রাজপথে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। অধিকাংশ গাড়ির গন্তব্যই পশ্চিম ইউক্রেনের দিকে। তবে কিছু গাড়িকে পূর্ব ইউক্রেনের দিকেও যেতে দেখা গেছে। কিয়েভের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত
ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকায় রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। দেশটির আর্মি জেনারেল স্টাফ এ দাবি করেন বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।
তিনি বলেন, ‘যৌথ বাহিনী কমান্ডের তথ্য অনুযায়ী, আজ, ২৪ ফেব্রুয়ারি যৌথ বাহিনীর অভিযান এলাকায় আগ্রাসনকারীদের পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।’
রাশিয়া দেশের সামরিক অবকাঠামো ও সীমান্তরক্ষীদের ওপর হামলা চালাচ্ছে জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
তিনি এ যুদ্ধে জয়ের অঙ্গীকার করেছেন বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি দেশজুড়ে মার্শাল ল জারি করেছেন।
এসডব্লিউ/এসএস/১৪৩০
আপনার মতামত জানানঃ