আজ রোববার তেজগাঁও পুলিশের একটি দল রাজধানীর শাহীনবাগে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’ সংগঠনটির প্রতিষ্ঠাতা সাজেদুল ইসলাম সুমনের বাড়িতে অভিযান চালিয়েছে।
তেজগাঁও পুলিশ সাজেদুল ইসলামের বাড়িতে অভিযান চালানোর ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। উল্লেখ্য, সাজেদুল ইসলাম বিএপির একজন নেতা। তিনি ২০১৩ সাল থেকে নিখোঁজ আছেন।
পুলিশ জানিয়েছে, সাজেদুল ইসলামের বাড়িতে গোপণ মিটিং হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালিয়েছে।
সাজেদুলের বোন এবং ‘মায়ের ডাক’-এর সহ-প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি বলেন, তার মা হাসপাতালে ভর্তি ছিলেন এবং দু’দিন আগে তাকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়।
তিনি জানান, বিএনপি তার অসুস্থ মাকে দেখার জন্য একটি প্রতিনিধি দলকে পাঠায় আমানুল্লাহ আমানের নেতৃত্বে। তখন পুলিশ, সরকারি পোশাক পরিহিত এবং সাধারণ পোশাকে, তাদের বাড়িতে সন্ত্রাসীদের মতো ঢুকে পড়ে; সে সময় তারা সবাই তার মা এবং গুম হওয়া ব্যক্তিদের জন্য প্রার্থনা করছিলেন, যাদের মধ্যে তার একজন ভাইও আছেন।
তিনি বলেন, আমার ভাই ২০১৩ সালে নিখোঁজ রয়েছেন। তিনি তেজগাঁও থানার ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সানজিদা বলেন, পুলিশ তাদের বাসা থেকে ২০ জনকে আটক করেছে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ জানান, তারা ওই বাসায় অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছেন। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন মামলার আসামি। তারা প্রায়ই এমন বৈঠক করে নানান নাশকতামূলক কাজের পরিকল্পনা করে। এজন্য তাদের আটক করা হয়েছে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার রুবায়েত জামান বলেন, ওই বাসায় গোপন বৈঠক করছিল বিএনপির নেতাকর্মীরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সেখান থেকে ৮–৯জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকের অপরাধ কি জানতে চাইলে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।
এসডব্লিউ/এসএস/২০৩৪
আপনার মতামত জানানঃ