আসছে মধু পূর্ণিমায় প্রকাশিত হচ্ছে গৌতম বুদ্ধের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে কালেক্টরস এডিশন বই ‘বুদ্ধ’। এই প্রথম বাংলাদেশে ব্যক্তিগত পর্যায়ে কালেক্টরস এডিশন সংগ্রহের ক্লাব, ‘নট ফর সেল’ এর উদ্যোগে প্রকাশিত হচ্ছে বইটি।
পৃথিবী বদলে দেয়া মানুষের জীবন ও বিষয় নিয়ে ৫০টি সিরিজের প্রথম বই এটি। ক্লাবটির পরের বই, মক্কায় মুহম্মদ।
রবিবার (১৯ সেপ্টেম্বর) ‘নট ফর সেল ক্লাব‘র পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশে প্রথম কোনও বইয়ের কালেক্টর’স এডিশন প্রকাশ করা হয় সংগ্রহের অংশীদার হিসেবে, বিক্রয়ের জন্য নয়। বই বিক্রি, সেল এই শব্দগুলো ব্যবহার করি না। অর্জনের মনস্তত্ত্ব তৈরি হোক, পাঠকসহ সংশ্লিষ্টরা ধারণা পাক ক্রয়ের সঙ্গে প্রথাগত যে মনস্তত্ত্ব লেপ্টে রয়েছে। তা থেকে বেরিয়ে বইকে সেলিব্রেট করে নট ফর সেল ক্লাব।
আক্ষরিক অর্থে বুদ্ধ বলতে একজন জ্ঞানপ্রাপ্ত, উদ্বোধিত, জ্ঞানী, জাগরিত মানুষকে বোঝায়। উপাসনার মাধ্যমে উদ্ভাসিত আধ্যাত্মিক উপলব্ধি এবং পরম জ্ঞানকে বোধি বলা হয় (যে অশ্বত্থ গাছের নিচে তপস্যা করতে করতে বুদ্ধদেব বুদ্ধত্ব লাভ করেছিলেন তার নাম এখন বোধি বৃক্ষ)। সেই অর্থে যে কোনও মানুষই বোধিপ্রাপ্ত, উদ্বোধিত এবং জাগরিত হতে পারে।
সিদ্ধার্থ গৌতম এইকালের এমনই একজন বুদ্ধ। বুদ্ধত্ব লাভের পূর্ববর্তী (জাতকে উল্লেখিত) জীবন সমূহকে বলা হয় বোধিসত্ত্ব। বোধিসত্ত্ব জন্মের সর্বশেষ জন্ম হল বুদ্ধত্ব লাভের জন্য জন্ম। ত্রিপিটকে, বোধিসত্ত্ব হিসেবে ৫৪৭ (মতান্তরে ৫৫০) বার বিভিন্ন কূলে (বংশে) জন্ম নেবার ইতিহাস উল্লেখ আছে যদিও সুমেধ তাপস হতে শুরু করে সিদ্ধার্থ পর্যন্ত অসংখ্যবার তিনি বোধিসত্ত্ব হিসেবে জন্ম নিয়েছেন।
তিনি তার আগের জন্মগুলোতে প্রচুর পুণ্যের কাজ বা পারমী সঞ্চয় করেছিলেন বিধায় সর্বশেষ সিদ্ধার্থ জন্মে বুদ্ধ হবার জন্য জন্ম গ্রহণ করেন। বুদ্ধত্ব লাভের ফলে তিনি এই দুঃখময় সংসারে আর জন্ম নেবেন না, এটাই ছিলো তার শেষ জন্ম। পরবর্তী মৈত্রেয় বুদ্ধ জন্ম না নেওয়া পর্যন্ত পৃথিবীতে তার শাসন চলবে।
সেই সিদ্ধার্থ গৌতমের জীবন, বোধি লাভ আর প্রদত্ত শিক্ষাকে সহজ করে পাঠকের কাছে তুলে ধরা হয়েছে গ্রাফিক গাইডে। আর, এই উদ্যোগ কোন প্রকাশনা সংস্থার নয়। একটি পাঠক সংগঠনের।
এর মধ্যেই ওয়ার্ল্ড বেস্ট সেলার ইউভাল নোয়া হারারির ‘সেপিয়েন্স’ বইয়ের বাংলা কালেক্টরস এডিশন এনে সাড়া ফেলে দিয়েছে হাজারো পাঠকের সংগঠন ‘নট ফর সেল ক্লাব’।
ক্রয় নয় অর্জন করুন-এমন ট্যাগ লাইনে দেশে বই আর পাঠকের মেলবন্ধনে ভবিষ্যতের পথে হাঁটতে চায় এই অলাভজনক পাঠকের ক্লাবটি।
সোমবার (২০ সেপ্টেম্বর) বইটির মোড়ক করা হবে রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বুদ্ধ বিহার, বাসাবো ধর্মরাজিক বুদ্ধ বিহার ও মিরপুর ১৩ নম্বরে শাক্যমুনি বৌদ্ধ বিহারে। এছাড়া কুমিল্লার শালবন বৌদ্ধ বিহার, জয়পুরহাটের জ্ঞানশ্রী বৌদ্ধ বিহার, চট্টগ্রামের বৌদ্ধবিহার নন্দনকানন, রাঙ্গামাটির রাজবন বিহার, রাজশাহী অঞ্চলের নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার, কক্সবাজারের রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার, খাগড়াছড়ির ধর্মপুর আর্য বনবিহার, রাঙ্গামাটির বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বইটির মোড়ক উন্মোচন করা হবে এদিন।
গৌতম বুদ্ধের জীবন ও দর্শনকে শিক্ষার্থীসহ সকল পাঠকের কাছে সহজপাঠ্য হিসেবে উপস্থাপন করার এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে মনে করছেন সংস্থাটির সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এসডব্লিউ/ডব্লিউজেএ/২৩২০
আপনার মতামত জানানঃ