সৌদি আরবে তৈরি হল ইতিহাস। সমুদ্র সৈকতে শুয়ে শুয়ে রৌদ্রস্নান যেন দীর্ঘদিনের স্বপ্ন রক্ষণশীল দেশ সৌদি আরবের নারীদের জন্য। এবার সেই স্বপ্ন পূরণ করতে প্রথমবারের মতো নারীদের জন্য ব্যক্তিগত সৈকত ক্লাবের ব্যবস্থা করে দিচ্ছে ‘দ্যা ১৮০ বিচ ক্লাব’নামে দেশটিরই একটি প্রতিষ্ঠান।
সৌদি আরবের পূর্বপ্রদেশের পর্যটন শহর আল খোবার। প্রাচীন জলসীমা এবং ফরাসি উপসাগরীয় সৈকতের জন্য খুবই পরিচিত জনপদ। ধর্মের দোহাই দিয়ে নারীদের জন্য প্রতিবন্ধকতা তৈরী করায় বেশ কিছুদিন যাবৎ শিথীলতা আনতে শুরু করেছে সৌদি আরব। তারই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মত এখানেই গড়ে উঠেছে সৌদি নারীদের প্রথম ব্যক্তিগত সৈকত ক্লাব-দ্য ১৮০ বিচ ক্লাব সমুদ্র।
ক্লাবের যাত্রা শুরু ২০২০ সালে। নারীদের সাঁতার ক্লাব নামে পরিচিত দ্য ১৮০ বিচ ক্লাবে বিস্ময়কর সব অফার রয়েছে নারীদের জন্য।
বিচের ধার ঘেঁষে ৪৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে বসানো হয়েছে ৪শটি সানবেড, যেখানে শুয়ে শুয়ে রোদ্রস্নান করবেন নারীরা। করোনাভাইরাসের জন্য সামাজিক দূরত্ব মানতে এসব সানবেড বসানো হয়েছে নিরাপদ দূরত্বে।
আছে ম্যাসেজ, পেডিকিউর, বিচ হেয়ারস্টাইল, স্পাসহ সব ব্যবস্থা। খাদ্য ও পানীয়, ডাইনিং, ডিজে, লাইভ শোর অত্যাধুনিক ব্যবস্থা রেখেছে হোটেল কর্তৃপক্ষ। নারীদের সাঁতার ক্লাব নামে পরিচিত এই ক্লাবে রয়েছে ইনডোর লাউঞ্জ এলাকাও।
খাদ্য ও পানীয়, ডাইনিং, নীল বাজার, ডিজে, লাইভ শোর অত্যাধুনিক ব্যাবস্থা আছে সেখানে। ৪৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে ৪শটি পর্যন্ত সানবেড বসানো হয়েছে। যেখানে শুয়ে শুয়ে রোদ্রস্নান করেন নারীরা।
সৌদির পাবলিক সৈকতগুলোতে খুব রক্ষণশীল পোশাক পরতে হয় নারীদের। কিন্তু এখানে সে স্বাধীন। দ্য ১৮০ বিচে ক্যামেরা অনুমোদিত নয়।
ক্লাবে ফোনের ব্যবহার সীমাবদ্ধ। নারীদের গোপনীয়তা নিশ্চিত করতে পুরুষের প্রবেশাধিকার সাত বছরের কম বয়সি ছেলেদের মধ্যে সীমাবদ্ধ। দূরত্বও হাতে নাগালে। শহর থেকে মাত্র ১১ মিনিটের পথ।
‘বোহেমিয়ান-ধাঁচে’র সজ্জা, বিভিন্ন রেস্তোরাঁ, খাবারের ট্রাক, ক্যাফে, দোকান এবং ওয়াটার স্পোর্টসসহ কায়াকিং, প্যাডেল-বোর্ডিং এবং স্নোকারেলিংয়ের ব্যবস্থা আছে।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবারের মত নারীদের ড্রাইভিং লাইসেন্স দেয় সৌদি আরব সরকার। এরমধ্য দিয়ে দেশটিতে নতুন যুগের শুরু হয়েছিলো। এরপর একে একে সৌদি থেকে নানা প্রতিবন্ধকতা উঠিয়ে নেয়া হচ্ছে যা সুফল বয়ে আনবেন বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।
সম্প্রতিই সেনাবাহিনীতে প্রশিক্ষণ শেষ করেছে সৌদি নারীরা। এছাড়া বিগত হজে প্রথমবার নারী দেহরক্ষী মোতায়ন করা হয়েছিল। এর আগে নারীরা বিচারকের আসনে বসার অনুমতিও পেয়েছে দেশটিতে।
এসডব্লিউ/এমএন/এসএস/২২২৫
আপনার মতামত জানানঃ