নিম্ন আয়ের মানুষেরা বরাবরই অত্যাচারিত হয়ে আসছে বিভিন্নভাবে। এর মধ্যে কৃষকের অত্যাচারিত হবার নমুনা বেশি। আমাদের দেশের কৃষকেরা তাদের পরিশ্রম অনুযায়ী মূল্য পায় না কখনওই। ফলস্বরূপ কৃষকের অর্থনৈতিক দূরবস্থার উন্নতি সম্ভব হচ্ছে না। এদিকে আজ রোববার (২২ আগস্ট) দুজন কৃষক শারীরিক নির্যাতনের শিকার হয়েছে এক ইউপি সদস্যের কাছে।
নাটোরের সিংড়ায় বৃদ্ধ কৃষককে গাছে বেঁধে পিটিয়েছেন এক ইউপি সদস্য। অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী ইটালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই ওয়ার্ডের ইউপি সদস্য।
নির্যাতনের শিকার দুই কৃষক হলেন- শালমারা বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা শাহাদত (৭০) ও বেলায়েত (৬০)। অন্যদিকে অভিযুক্ত মকলেছ আলীও একই গ্রামের বাসিন্দা। তিনি ইটালি ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার।
সূত্র থেকে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে শালমারা বাঁশবাড়িয়া মাঠে ওই গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের কয়েকটি গরু ইউপি মেম্বার মকলেছ আলীর আমন ধানের ক্ষেতে প্রবেশ করে ক্ষেত নষ্ট করে। এ সময় ইউপি সদস্য ও তার লোকজন ১১টি গরু বেঁধে রাখে। খবর পেয়ে ওই দুজন কৃষক ঘটনাস্থলে উপস্থিত হলে ইউপি মেম্বার কৃষক বেলায়েতকে (৬০) গাছের সঙ্গে বেঁধে রাখে এবং অপর কৃষক শাহাদতকে (৭০) লাঠি দিয়ে বেধরক পেটান। পরে স্থানীয়দের অনুরোধে তাদের ছেড়ে দেন ওই ইউপি সদস্য।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সেখানে উপস্থিত হয়ে ঘটনার প্রতিবাদ জানায়। পরে ওই দুজনকে ছেড়ে দিতে বাধ্য হন ইউপি মেম্বার। এ সময় এককজন কৃষককে গাছের ডাল দিয়ে মেরেছেন বলে স্বীকার করেন তিনি।
অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী বলেন, ওই দুই কৃষকের গরু আমার জমি নষ্ট করায় গরুগুলোকে বেঁধে রাখা হয়। এ সময় তারা এসে উল্টো চোট-পাট করতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে তাদেরকে লাঠি দিয়ে দুই-একটি বাড়ি মারা হয়েছে।
এ বিষয়ে বাঁশবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য কুরবান আলী জানান, ঘটনাটি জানার পর আমি মকলেছ মেম্বারকে ফোন করে তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ করি। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ইটালি ইউনিয়ন চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাটি সঠিক। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি জানান পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এসডব্লিউ/ডব্লিউজেএ/২০০৫
আপনার মতামত জানানঃ