বিমান যাত্রায় মৃত্যু হলে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ ৬০ হাজার ডলারের (১.৪ কোটি) ব্যবস্থা রেখে জাতীয় সংসদে মঙ্গলবার ‘আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন, ১৯৯৯) বিল ২০২০’ পাস হয়েছে।
বিলটি আইনে রূপান্তরিত হলে তা মন্ট্রিল কনভেনশন, ১৯৯৯ অনুযায়ী আকাশপথে যাত্রীর মৃত্যু ও আঘাত এবং ব্যাগেজ ও কার্গোর ক্ষতি ও হারানোর ক্ষেত্রে উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে সহায়তা করবে।
আকাশপথে যাত্রীদের অধিকার ও ক্ষতিপূরণ নিয়ে কাজ করা মন্ট্রিল কনভেনশনে স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ। কিন্তু এ বিষয়ে বাংলাদেশে কোনো আইন ছিল না। আর আইন না থাকায় বাংলাদেশ কনভেনশন অনুযায়ী সুবিধা পেত না।
এখন মন্ট্রিল কনভেনশন অনুসমর্থন করে নতুন আইন প্রণয়ন করায় যাত্রীর মৃত্যু ও আঘাত এবং মালামাল হারানো বা নষ্ট হওয়ার ক্ষেত্রে যথাযথ ক্ষতিপূরণ পাওয়া সহজ হবে।
নতুন আইনে আকাশপথে পরিবহনের সময় যাত্রীর মৃত্যু বা আঘাতপ্রাপ্ত হলে ক্ষতিপূরণ পাওয়া যাবে এক লাখ ৬০ হাজার ডলার।
এছাড়া, ব্যাগেজ বিনষ্ট হলে প্রতি কেজিতে ৭০ ডলার এবং কার্গো পণ্য বিনষ্ট হলে প্রতি কেজিতে ২৭ ডলার ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।
বিল অনুযায়ী, কোনো এয়ারলাইন্সের বিলের বিধান লঙ্ঘনের জন্য শাস্তি হবে সর্বোচ্চ ১০ বছরের জেল বা ১০০ কোটি টাকা জরিমানা।
খবর : ইউএনবি
আপনার মতামত জানানঃ