ইতিহাসের সাক্ষী হবার অপেক্ষায় ছিলো সমগ্র বাংলাদেশ। কিন্তু শেষ হলো হতাশায়। ‘ইউ মিসড দ্য টাইম’ বলে ৫ মিনিট ২৫ সেকেন্ডেই লাইভের ইতি টানলেন আধুনিক ভাষাতত্ত্বের জনক ও প্রখ্যাত দার্শনিক নোম চমস্কি। সাক্ষাৎকারটি নেন ‘টি-কাপ’ এর প্রতিষ্ঠাতা ২৪ বছর বয়সী তরুণ তানভীরুল মিরাজ রিপন।
সাক্ষাৎকারটি শুরু হবার কথা ছিল বাংলাদেশ সময় আজ সকাল ৯ টায়। অপেক্ষা করছিলেন পৃথিবী খ্যাত ফিলোসফার নোম চমস্কি। এমনকি ‘টি-কাপ’য়ের ফেসবুক পোস্টে “I am waiting. Are we scheduled for now?” লিখে পোস্টও দেন চমস্কি।
এরপর যখন সাক্ষাৎকারটি শুরু হলো, ৫ মিনিট ২৫ সেকেন্ডের এই লাইভে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে দু’টি প্রশ্ন করেন মিরাজ। ৭১ সালের মুক্তিযুদ্ধে নিক্সন এডমিনিস্ট্রেশনের ভূমিকা এবং ২৫ মার্চকে গণহত্যার স্বীকৃতি এখনও না দেয়ার উপর। পাশাপাশি রোহিঙ্গাদের নিয়ে আরও একটি প্রশ্ন করেন মিরাজ। তবে সময় না থাকায়, বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে নোম চমস্কির চোখ দিয়ে দেখার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ।
যদিও প্রথমেই সাক্ষাৎকারের সময়টা চমস্কি অন্য কখনও পুনরায় নির্ধারণ করতে বললেও, তানভীরুল মিরাজ রিপন কিছুটা সময় চেয়ে নেন, কয়েকটি প্রশ্নের জন্য। যদিও প্রতিটি প্রশ্নের বিপরীতেই বিরক্তি প্রকাশ পেয়েছে নোম চমস্কিত উত্তরে।
আপনার মতামত জানানঃ