পুলিশের বিরুদ্ধে অভিযোগের পাল্লা দিনদিন বেড়েই চলেছে। এসব অভিযোগের মধ্যে ঘুষ, হয়রানি, নারী নির্যাতন, চাঁদা দাবি বা আদায় ছাড়াও পুলিশ সদস্যদের বিরুদ্ধে জীবননাশের হুমকির অভিযোগও রয়েছে। এবার জানা গেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় পুলিশের এক উপসহকারী পরিদর্শকসহ (এএসআই) দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের বাগমারা কলেজ রোড এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সংস্থাটি। গ্রেপ্তার এএসআইয়ের নাম ইমান উদ্দিন। তিনি রাজধানীর ডেমরা থানায় কর্মরত ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে জানান, শনিবার রাতে র্যাব-১০-এর সদস্যরা নাছির উদ্দিন নামের এক ব্যক্তিকে ১৯০ পিস ইয়াবাসহ আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইয়াবাগুলো ডেমরা থানার উপপরিদর্শক ইমাম উদ্দিন তাকে বিক্রি করতে দিয়েছেন। এরপর ইমাম উদ্দিনকেও ওই এলাকা থেকে আটক করে র্যাব। রাতেই তাদের দুজনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওসি আরও বলেন, দুজনকে রোববার আদালতে তোলা হবে।
বিশেষজ্ঞরা মনে করেন, পুলিশের বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ার হার আশংকাজনক। প্রায় প্রতিদিনই পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে বিভিন্ন অপকর্মের। এবিষয়ে পুলিশের কর্তৃপক্ষসহ দেশের সরকাকেও নজর বাড়াতে হবে। কেননা, আইন রক্ষাকারী কর্তৃক একেরপর এক আইন বিরোধী কর্মকাণ্ডে দেশের আইনের প্রতি মানুষের অনাস্থা জন্মাবে। ফলশ্রুতিতে দেশে দেখা দিবে বিশৃঙ্খলা।
সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের খড়্গ চালানোর আগে পুলিশের ওপর চালানো প্রয়োজন বলে মনে করেন তারা। তারা বলেন, আগে পুলিশকে অপরাধমুক্তের চরিত্র অর্জন করতে হবে। নইলে সন্ত্রাসীদের নিকট পুলিশের যে ভাবমূর্তি সৃষ্টি হচ্ছে, এতে পুলিশ আর সন্তাসীদের মধ্যকার তফাৎ ঘুচে যায়।
এসডব্লিউ/এমএন/ এফএ/১৫৫৫
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগীতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ