রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জোরালো অভিযোগ উঠলেও পুলিশ দায়ের করা মামলায় ভিন্ন বয়ান দেয়া দেয়া হয়েছে। সেখানকার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা গেছে পুলিশের গুলি আবু সাঈদের দেহে লাগে।
তবে মামলার প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইর-এ পুলিশ দাবি করেছে, আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়নি বরং মামলায় পুলিশ এমন একটি বর্ণনা দিয়েছে যাতে আবু সাঈদ নিহতের ঘটনায় বিক্ষোভকারীদের ওপর দায় চাপানো হচ্ছে।
যদিও ১৬ই জুলাই আবু সাঈদ গুলিতে নিহত হবার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিলো। পরে ১৮ ও ১৯শে জুলাই সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিলো, যার জের ধরে ১৯শে জুলাই রাতে কারফিউ জারি ও সেনা মোতায়েন করেছিলো কর্তৃপক্ষ।
আবু সাঈদের মৃত্যুর ঘটনায় ভিডিও ছড়িয়ে পড়েছিলো তাতে দেখা যায় তিনি দু হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। আর উল্টো দিক থেকে পুলিশ শটগান থেকে গুলি ছুঁড়ছে। এক পর্যায়ে মি. সাঈদ গুলিবিদ্ধ হলে অন্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
যদিও এফআইআরে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উল্লেখ করেছেন যে “বিক্ষোভকারীরা বিভিন্ন দিক থেকে গুলি ছুঁড়তে থাকে এবং ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে এক শিক্ষার্থীকে মাটিতে পড়ে যেতে দেখা যায়”।
এই এফআইআরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ অজ্ঞাত কয়েক হাজার ব্যক্তির বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। ওই কর্মকর্তা এ নিয়ে কথা বলতে রাজী হননি। তবে এফআইএর দায়েরের পর তিনি সাংবাদিকদের বলেছিলেন যে তিনি ‘মামলা করেছেন কিন্তু তদন্তকারী কর্মকর্তা তার তথ্য যাচাই করে দেখবেন’।
যদিও বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে গঠন করা একটি তদন্ত কমিটি কাজ করছে এবং তাদের দু সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেয়ার কথা।
ষোলই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত সহিংসতার ঘটনায় দেশজুড়ে নিত্য নতুন মামলা হচ্ছে। একই সাথে চলছে গ্রেফতার অভিযানও। আবু সাঈদ যেখানে নিহত হয়েছেন সেই রংপুরে এক মামলায় ২০ হাজার অজ্ঞাতনামা মানুষকে আসামী করা হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশনের দুজন কাউন্সিলর সহ ১৮৮ জনকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে প্রায় একই ধরণের অভিযোগ আনা হচ্ছে।
যেমনটি আবু সাঈদের এফআইআরে বলা হয়েছে- “রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্তগণ বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইট পাটকেল ও তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি শুরু করে”।
ঢাকায় ইতোমধ্যেই আড়াই হাজারের বেশি ব্যক্তিকে আটকের কথা বলেছেন মহানগর পুলিশের মুখপাত্র ফারুক হোসেন। এছাড়া সহিংসতা, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ঢাকায় মামলা হয়েছে ২০০’র বেশি।
এর মধ্যে বিরোধী দল বিএনপি ও জামায়াতের বেশ কিছু নেতা ও কর্মীকে আটক করেছে পুলিশ, যাদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে দাবি করছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র বলছেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোতে জড়িত থাকার অভিযোগেই এখন মামলা হচ্ছে। “যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং তাদের ধরতে অভিযান চলছে,” বলছিলেন তিনি।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশালসহ কয়েকটি এলাকায় পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে যে ধারণা পাওয়া গেছে ১৬ই জুলাইয়ের পর থেকে ঘটে যাওয়ায় সহিংসতায় জড়িত থাকার অভিযোগ করে মামলাগুলো হচ্ছে, যাতে অনেক অজ্ঞাতনামা আসামীর কথা বলা হয়েছে।
এখানে বলে রাখা ভালো যে মামলা এমন অজ্ঞাতনামা আসামীর কথা উল্লেখ করে পরে বিভিন্ন ঘটনায় ঢালাও গ্রেফতারের অভিযোগ উঠে প্রায়ই।
ঢাকাসহ দেশের যেসব জায়গায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা হয়েছে সেসব জায়গায় প্রতিদিনই নতুন নতুন ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করছে পুলিশ। ইতোমধ্যেই দেশজুড়ে সাড়ে পাঁচশর মতো মামলা হয়েছে, যাতে আসামির সংখ্যা ছয় হাজারের বেশি।
তবে অনেক অজ্ঞাত আসামির কথা বলা থাকায় এসব মামলায় আসামির সংখ্যা ভবিষ্যতে আরও অনেক বাড়বে বলে মনে করা হচ্ছে।
রংপুরে মোট ১২ মামলা হয়েছে এবং এর মধ্যে আওয়ামী লীগ নেতারা বাদী হয়ে দুটি আর পুলিশ বাদী হয়ে দশটি মামলা করেছে। এসব মামলায় গত চব্বিশ ঘণ্টায় ১৩ জনসহ মোট ১৮৮ জনকে আটক করা হয়েছে, যাদের অনেকেই সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা কর্মী।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ফারুক হোসেন বলছেন ঢাকায় গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৫৫ জনকে আটক করেছে পুলিশ এবং এনিয়ে মোট গ্রেফতার হলেন দুই হাজার ছয়শর বেশি মানুষ।
ইতোমধ্যেই বিএনপি ও জামায়াতে ইসলামীর বহু নেতাকর্মীকে ঢাকায় আটক করেছে পুলিশ, যাদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ আনা হচ্ছে।
আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে, এফআইআরে আসামীর জায়গায় লেখা হয়েছে ‘অজ্ঞাতনামা উচ্ছৃঙ্খল ২/৩ হাজার আন্দোলনকারী ছাত্র নামধারী দুর্বৃত্তগণসহ বিএনপি ও জামাত-শিবির সমর্থিত নেতাকর্মী’।
রাজশাহী পুলিশের মুখপাত্র মোঃ জামিরুল ইসলাম জানিয়েছেন রাজশাহী মহানগরীতে চব্বিশ ঘণ্টায় গ্রেফতার হয়েছে ৩৩ জন এবং এনিয়ে সেখানে দুশোর বেশি গ্রেফতার হয়েছে।
“সহিংসতায় জড়িত থাকার অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদের আটক করা হচ্ছে। এখানে এ ধরণের সাতটি মামলা দায়ের করা হয়েছে,” বলছিলেন তিনি।
এদিকে চট্টগ্রাম মহানগর ও জেলায় মোট ত্রিশটি মামলা হয়েছে সহিংসতার বিষয়ে। এর মধ্যে একটি আজ নতুন দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এসব মামলায় শুধু মহানগরীতেই আটক করা হয়েছে ৪৭৬ জনকে। পুরো জেলায় কতজনকে আটক করা হয়েছে সেই তথ্য এখনো পাওয়া যায়নি। ঢাকার কাছে নারায়নগঞ্জে নতুন করে আর দুটি মামলা হওয়ায় এ পর্যন্ত মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ। পুলিশ বলছে নাশকতার অভিযোগে গত চব্বিশ ঘন্টায় ৫১ জনসহ মোট ৪৮৭ জনকে গ্রেফতার করেছে তারা।
ঢাকায় অভিযানের পর পুলিশ বলছে তারা ‘ব্লক রেইড’ অর্থাৎ একটি সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করে সেখানে অভিযান চালাচ্ছে সহিংসতায় জড়িতদের আটক করার জন্য। পুলিশের একজন কর্মকর্তা বলছেন, পুরো অভিযান পরিচালিত হচ্ছে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।
“ধরুন সহিংসতায় জড়িত কেউ বা কারা কোথাও অবস্থান করছে জানার পর ওই এলাকা ঘিরে ফেলা হয়। এরপর আসা যাওয়ার সম্ভাব্য পথগুলো বন্ধ করে অবস্থান নেয়া হয়। তারপর চারদিক থেকে এসে সুনির্দিষ্ট বাড়ি বা জায়গায় অভিযান করা হচ্ছে,” বলছিলেন তিনি। তিনি তার নাম না প্রকাশ করার অনুরোধ করেছেন।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ফারুক হোসেন বলছেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যারা সহিংসতা বা নাশকতায় জড়িত তাদেরই আটক করছে পুলিশ। যদিও বিএনপিসহ বিরোধী দল অভিযোগ করছে যে অভিযানের নামে তাদের নেতাকর্মীদের আটক করছে পুলিশ। তবে এর বাইরে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আটক হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
আপনার মতামত জানানঃ