প্রয়োজন সব সময় উদ্ভাবনের ক্ষেত্র তৈরি করে না। দুর্ঘটনাক্রমেও অনেক বিশাল আবিষ্কার হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যা হঠাৎ করেই আবিষ্কৃত হয়ে গেছে। আর এই হঠাৎ করে আবিষ্কারের ঘটনাকে বলে সেরেন্ডিপিটি। দুঘটনাক্রমে কোনো কিছু আবিষ্কার করাকে সেরেন্ডিপিটি বলা হয়। অনেক জীবন রক্ষাকারী ওষুধ রয়েছে যা বিজ্ঞানীরা গবেষণার সময় ঘটনাক্রমে আবিষ্কার করেন। চলুন, এমন পাঁচটি জীবন রক্ষাকারী ওষুধ সম্পর্কে জেনে নেয়া যাক।
আলসার চিকিৎসায় অ্যান্টিবায়োটিক
আলসার আক্রান্ত রোগী থেকে সংগ্রহ করা বায়োপসি পর্যবেক্ষণ করার সময় হ্যালিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়ার অস্তিত্ব খুঁজে পান ব্যারি মার্শাল এবং তার সহযোগী রবিন ওয়ারেন। ১৯৮০ সালে এই দুই চিকিৎসক দাবি করেন, পাকস্থলীর আলসারের জন্য হ্যালিকোব্যাক্টার পাইলোরি দায়ী।
এটি প্রমাণের জন্য একজন রোগীর পাকস্থলী থেকে হ্যালিকোব্যাক্টার পাইলোরি সংগ্রহ করার পর তা নিজের শরীরে প্রবেশ করান মার্শাল। এর কিছুদিন পরেই আলসারের লক্ষণ দেখা যায় মার্শালের শরীরে, যা অ্যান্টিবায়োটিক গ্রহণের ফলে দূরীভূত হয়। এই আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে মেডিসিনে নোবেল পুরষ্কার প্রদান করা হয় মার্শাল এবং ওয়ারেনকে।
লিথিয়াম
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মনোরোগ বিশেষজ্ঞ জন কেড সুস্থ মানুষ এবং মানসিক রোগে আক্রান্ত রোগীদের কাছ থেকে সংগ্রহ করা মূত্র গিনিপিগের তলপেটে প্রবেশ করান। যেসব গিনিপিগের শরীরে সুস্থ মানুষের মূত্র প্রবেশ করানো হয়েছিল তাদের তুলনায় মানসিক রোগে আক্রান্ত রোগীর মূত্র প্রবেশ করানো গিনিপিগগুলো দ্রুত মারা গেল। জন কেড আবিষ্কার করলেন, গিনিপিগগুলো দ্রুত মারা যাওয়ার জন্য অতিরিক্ত ইউরিক এসিড দায়ী। এর ফলে তিনি সিদ্ধান্তে উপনীত হলেন, মানসিক রোগে আক্রান্ত রোগীদের রক্তে অতিরিক্ত ইউরিক এসিড রয়েছে।
ইউরিক এসিডের দ্রাব্যতা বৃদ্ধির জন্য লিথিয়াম দ্রবণ যোগ করেন জন কেড। এটি প্রবেশ করানোর পর তিনি দেখলেন, গিনিপিগগুলো উত্তেজিত হওয়ার পরিবর্তে শান্ত ছিল। মানুষের জন্য এটি নিরাপদ কি না তা প্রমাণ করতে কেড নিজের শরীরেও লিথিয়াম প্রয়োগ করেন। এরপর থেকে বিভিন্ন মানসিক রোগের চিকিৎসায় লিথিয়াম ব্যবহার করা শুরু করেন তিনি।
ক্লোরপ্রোমাজিন
১৯৫০ সালের ১১ ডিসেম্বর পল চারপেন্টিয়ের ক্লোরপ্রোমাজিন সংশ্লেষণ করেন। ১৯৫১ সালের মে মাসে তৎকালীন ফ্রান্সের একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি ক্লোরপ্রোমাজিনকে একটি সম্ভাব্য জেনারেল অ্যানেস্থেটিক হিসেবে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনের উদ্দেশ্যে উন্মোচন করে।
১৯৫২ সালের ফেব্রুয়ারিতে চালানো ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনে দেখা যায় ক্লোরপ্রোমাজিন মানুষকে অজ্ঞান করতে পারে না। তবে এটি ঘুমের মতো অনুভূতি সৃষ্টি করে এবং আশেপাশের বিষয়ের প্রতি অনাগ্রহের সৃষ্টি করে। এর ফলে মনোরোগবিদ্যাতে ক্লোরপ্রোমাজিনের ব্যবহার শুরু হয়।
ইমিপ্রামিন
ক্লোরপ্রোমাজিনের সাথে গঠনগত মিল থাকায় সুইস ফার্মাসিস্ট রোনাল্ড কুন ধারণা করেছিলেন, ইমিপ্রামিন স্কিৎজোফ্রেনিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা যাবে। কিন্তু এই রোগের চিকিৎসায় কোনো কার্যকারিতা পাওয়া যায়নি ওষুধটির।
ওষুধটিকে প্রস্তুতকারক কোম্পানির কাছে ফেরত পাঠানোর পূর্বে তীব্র হতাশায় ভুগতে থাকা এক রোগীর উপর এটি প্রয়োগ করেন কুন। তিনি দেখতে পান, রোগীর হতাশার লক্ষণ প্রশমিত হচ্ছে। এভাবে কুন ১৯৫৬ সালে ১৮ জানুয়ারি ইমিপ্রামিনের অ্যান্টিডিপ্রেসেন্ট প্রভাব আবিষ্কার করেন।
ক্লোরাল হাইড্রেট
রসায়নের জার্মান অধ্যাপক জুস্টুস ভন লাইবিগ ১৮৩২ সালে ক্লোরাল তৈরি করেন। ফার্মাকোলজি অধ্যাপক অট্টো লাইব্রিইচ ৩৭ বছর পর ১৮৬৯ সালে ক্লোরাল হাইড্রেট তৈরি করেন ওষুধ হিসেবে ব্যবহার করার জন্য।
লাইব্রিইচ ধারণা করেন, ক্লোরাল হাইড্রেটে এমন একটি উপাদান আছে যা শরীরে ক্লোরোফর্মে পরিণত হয় এবং যা ক্লোরোফর্মের মতোই ঘুমকে প্ররোচিত করবে। কিন্তু মানবদেহে ক্লোরাল হাইড্রেট ভাঙার ফলে কোনো ক্লোরোফর্ম তৈরি না হলেও ঘুম প্ররোচিত করার প্রভাব লক্ষ্য করা যায়। ক্লোরাল হাইড্রেট ছিল প্রথম কৃত্রিমভাবে তৈরি করা বিশ্বাসযোগ্য সিডাটিভ যা এখনও ব্যবহার করা হয়।
এসডব্লিউএসএস/১৩৫০
আপনার মতামত জানানঃ