পাকিস্তানের প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে চালানো গুলি থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। সম্ভবত তার ডান পায়ে গুলি লেগেছে। তাকে ডান পায়ে ব্যান্ডেজ বেঁধে ঘটনস্থল ছাড়তে দেখা গেছে।
তাকে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত হয়েছেন তাঁর আপ্ত সহায়কও। পাক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এদিন পাক পঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে তার ‘স্বাধীনতা’ পদযাত্রা চলছিল।
ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, হামলায় আহত ইমরান খানকে অন্য একটি গাড়িতে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাঞ্জাব পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।
উল্লেখ্য, জাফর আলি চকের কাছে অজ্ঞাতপরিচয় এক আততায়ী তাকে লক্ষ্য করে এই হামলা চালায়। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
Imran Khan survives an attack Alhamdollilah – he has been hurt by a burst from a pistol – reportedly 6 shots fired – seen being shifted from the container into an armoured jeep. courtesy #Geo . The attacker been arrested . #ImranKhan pic.twitter.com/liVILWurUu
— Nasim Zehra (@NasimZehra) November 3, 2022
বর্তমানে পাকিস্তান জুড়ে ‘লং মার্চ’ করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান দলের নেতা। পদযাত্রায় একটি ট্রাকের সঙ্গে সংযুক্ত কনটেইনারে থাকছেন ইমরান।
পাক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, এদিন ওই কনটেইনারের উপর উঠে ভাষণ দিচ্ছিলেন ইমরান। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ইমরানের সঙ্গে আরও চারজন আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে।
তাদের মধ্যে প্রাক্তন পাক মন্ত্রী ফয়দল জাভেদ, ফাওয়াদ চৌধুরিও আছেন বলে শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনও নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি।
ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ফাওয়াদ চৌধুরি জানিয়েছেন, আহত প্রাক্তন প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য লাহোরে আনা হচ্ছে। হামলার ঘটনার পিছনে কোনও জঙ্গি সংগঠন জড়িত বলে প্রাথমিক ভাবে মনে করছে পাক পুলিশ।
পাক মন্ত্রী মহম্মদ বশরাত রাজা জানিয়েছেন, পাক পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী এই ঘটনার বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। আততায়ীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
টুইট করে পাক মন্ত্রী বলেছেন, “ইমরান খান সুরক্ষিত আছেন। কন্টেইনারের কাছে গুলিচালনার ঘটনার দিকে কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী। আইজি পঞ্জাবের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় আনা হবে।”
সূত্র মতে, পাকিস্তানে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার দাবিতে গত শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদ লং মার্চ শুরু করেছন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দলের সব নেতা, কর্মী ও সমর্থককে লাহোরের লির্বাটি চকে সমবেত হওয়ার ডাক দিয়েছিলেন ইমরান। সেখান থেকে তারা সকলে প্রায় ৪০০ কিলোমিটার হেঁটে ইসলামাবাদে যাচ্ছেন।
সেই কর্মসূচির অংশ হিসাবেই ওয়াজিরাবাদের অদূরে গুজরনওয়ালায় দলীয় সমর্থকদের সমাবেশে যোগ দিয়েছিলেন ইমরান। সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটে। ইমরানের আপ্ত সহায়ক-সহ আরও কয়েক জন নেতা-কর্মী গুলি বিদ্ধ হয়েছেন।
এসডব্লিউ/এসএস/১৮৪৫
আপনার মতামত জানানঃ