গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের আট সদস্যকে আটক করেছে র্যাব। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে র্যাব-৬ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল রওশনুল ফিরোজ এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন- মো. হাফিজুর রহমান, মো. জিল্লুর রহমান, মো. আলমগীর হোসেন মুন্সি, মো. কাইয়ুম হোসেন, মো. রাজিবুল আলম, মো. সুমন ব্যাপারী, মো. মুস্তাকিন হোসেন ও মো. জাহাঙ্গীর।
এসময় তাদের কাছ থেকে সংগঠনের নথিপত্র, নগদ ১৮,৯৯৫ টাকা ও ১৩টি মোবাইলফোন জব্দ করা হয়।
লে. কর্নেল রওশনুল ফিরোজ জানান, শুক্রবার (১৮ ডিসেম্বর) খুলনার লবণচরা থানাধীন সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কাইয়ুম আয়রন ওয়ার্কশপে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে র্যাব-৬। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রওশানুল ফিরোজ আরো জানান, দেশের বিদ্যমান পরিস্থিতিতে তারা নাশকতা সৃষ্টির উদ্দেশে গোপন বৈঠক করছিল।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হাফিজুর রহমান স্বীকার করেছেন, তাঁরা ২০১৭ সালের জুন মাসে একই সংগঠনের এক শীর্ষ নেতার কাছে বায়াত গ্রহণ করে সদস্য হন। সদস্য হওয়ার পর থেকে হাফিজুর তাঁর তুষ কাঠের মিলের ব্যবসার পাশাপাশি স্থানীয় লোকজনকে দাওয়াত দিতেন। ২০১৮ সালে তিনি লবণচারা থানা এলাকায় সংগঠনটির নায়েক পদের দায়িত্ব পান।
আটক ব্যক্তিদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এসডব্লিউ/কেএইচ/১৬১২
আপনার মতামত জানানঃ